Print Date & Time : 11 May 2025 Sunday 10:52 am

সুনামগঞ্জে হেযবুত তওহীদের ইফতার মাহফিল

সুনামগঞ্জে হেযবুত তওহীদের আয়োজনে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে সুনামগঞ্জ জেলা হেযবুত তওহীদের সভাপতি মোঃ জাকির হোসেন’র সভাপতিত্বে এ ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের সিলেট বিভাগীয় প্রধান মোঃ আলী হোসেন, বিভাগীয় শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মাওলানা গাজী শাহেদুল হাসান আইয়ুবী, দৈনিক সুনামগঞ্জের ডাক পত্রিকার সম্পাদক ও সুনামগঞ্জ পৌর ডিগ্রী কলেজের অধ্যক্ষ শেরগুল আহমেদ, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি ও দৈনিক দেশতথ্যের সাংবাদিক আল হেলাল, সাবেক সাধারণ সম্পাদক এমরানুল হক চৌধুরী, ৪নং ওয়ার্ড পৌর কাউন্সিলর মোশাররফ হোসেন,মহিলা কাউন্সিলর সামিনা চৌধুরী,ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ আলী খোশনুর,সাধারণ সম্পাদক জাহেদ হাসানসহ সুনামগঞ্জ জেলার সুশীল সমাজের ব্যক্তিবর্গ, শিক্ষক, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ, সংবাদিক ও  বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ এবং হেযবুত তওহীদের সদস্যরা। ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণে মোনাজাত পরিচালনা করা হয়।

এবি//দৈনিক দেশতথ্য//এপ্রিল ১৭,২০২২//