Print Date & Time : 15 May 2025 Thursday 12:18 am

সুনামগঞ্জে ২০টি আশ্রয় কেন্দ্র চালু

আল-হেলাল,সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ পৌর শহরে সাম্প্রতিক পাহাড়ী ঢল ও ভারী বর্ষনের ফলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবার এবং সুনামগঞ্জ সরকারি কলেজ বন্যা আশ্রয় কেন্দ্রসহ বিভিন্ন বন্যা আশ্রয় কেন্দ্রে আশ্রয় গ্রহণকারী দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ করা হয়েছে।শনিবার সকালে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা (চৌদ্দ কেজি চারশ গ্রাম ওজনের বস্তা) শুকনা ও অন্যান্য খাদ্য সামগ্রী বিতরণ করেন, জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ সরকারি কালেজর অধ্যক্ষ রজত কান্তি সোম,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অসীম চন্দ্র বণিক,জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম,নেজারত ডেপুটি কালেক্টর আরিফুল ইসলাম প্রমুখ।
সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, সাধারন জনগণকে ধৈয্যর্র সাথে বন্যা পরিস্থিতি মোকাবেলা করা আহবান জানিয়ে তিনি বলেন, বন্যা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত জেলা প্রশাসন এর পক্ষ থেকে আশ্রয় কেন্দ্রগুলোতে খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে। যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের সহযোগিতা করা হবে ।বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনের সার্বিক প্রস্তুতি আছে। সে অনুযায়ী তারা কাজ করছে।
শনিবার জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন,চলতি বন্যা মোকাবেলায় এবার সুনামগঞ্জ জেলায় ১৬৫ মেট্রিক টন চাল,১২ লাখ নগদ টাকা,৪ হাজার প্যাকেট শুকনো খাবার বরাদ্দ প্রদান করা হয়েছে। সারা জেলায় ইতিমধ্যে বন্যা আশ্রয়কেন্দ্র চালু করা হয়েছে ২০টি।