সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে র্যাব ও এলাকাবাসী সূত্রে জানা যায়- গতকাল রবিবার (২৯ মে) রাত ১২টায় গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ সদর উপজেলার লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে ২৪কেজি গাঁজাসহ ৩জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব ৯।
গ্রেফতারকৃতরা হলো- মোছাম্মদ রোহেনা আক্তার (৩০), মোঃ আক্কাছ মিয়া (৪২) ও মোঃ সাগর মিয়া (২১)।
আজ সোমবার (২৯ মে) সকালে গ্রেফতারকৃত ৩ মাদক ব্যবসায়ীকে সুনামগঞ্জ সদর থানায় হস্তান্তর করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে র্যাব। এঘটনার সত্যতা নিশ্চিত করে সুনামগঞ্জ সদর থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরীর জানান- দুপুরে গ্রেফতারকৃত ৩ মাদক ব্যবসায়ীকে আদালতের মাধ্যমে কারাঘারে পাঠানো হয়েছে।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post