সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে ১৩ মার্চ রবিবার সকাল ১১ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বাংলাদেশ আওয়ামী লীগের কেন্ত্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি আলহাজ্ব মতিউর রহমানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবীর ইমনের পরিচালনায় ওই সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি। বিশেষ অতিথি ছিলেন প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারন সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, পরিকল্পনা মন্ত্রী এম.এ মান্নান এমপি, কেন্দ্রীয় সদস্য আজিজুস সামাদ ডন, উপদপ্তর সম্পাদক সায়েম খান, কেন্দ্রীয় সদস্য মুশফিকুর রহমান চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুহিবুর রহমান মানিক এমপি, সিলেট সুনামগঞ্জ সংরক্ষিত আসনের এমপি এডভোকেট শামীমা আক্তার খানম, জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, মোয়াজ্জেম হোসেন রতন এমপি ও সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখতসহ স্থানীয় উপজেলা চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান, পৌরসভা, থানা ও ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, বর্ধিত সভাকে কেন্দ্র করে বিভিন্ন গ্রাম ও উপজেলা সদর থেকে দলীয় নেতাকর্মীরা আগের দিন রাত থেকে জেলা শহরে আসতে শুরু করে। জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন ও জেলা শ্রমিকলীগের সভাপতি সেলিম আহমদ সারা শহরজুড়ে ডিজিটাল ব্যানার ও বরন তোরন দ্বারা কেন্দ্রীয় নেতাকর্মীদের শুভাগমনকে স্বাগত জানান। অন্যদিকে জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নুরুল হুদা মুকুট ও গৌরারং ইউপি আওয়ামীলীগের নেতা হোসেন আলীর নেতৃত্বে একটি মোটর সাইকেলের বহর কেন্দ্রীয় নেতাদের স্বাগত জানিয়ে শহরে আনন্দ মিছিল বের করে।
দীর্ঘ ৬ বছর পর কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে সুনামগঞ্জের ১২টি উপজেলা, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাধারন সম্পাদকদের উপস্থিতিতে সুনামগঞ্জে আওয়ামীলীগের বর্ধিত সভা উপলক্ষে এই প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকাল ১১টায় জেলা আওয়ামীলীগের উদ্যোগে শহরের নতুন শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় স্থানীয়দের মধ্যে বক্তব্য রাখেন ও সভামঞ্চে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এড. আপ্তাব উদ্দিন,রেজাউল করিম শামীম,এড. অবনী মোহন দাস,নোমান বখত পলিন,সৈয়দ আবুল কাশেম,সুনামগঞ্জ জজকোর্টের পিপি খায়রুল কবির রুমেন,যুগ্ম সাধারন সম্পাদক এড. নান্টু রায়,হায়দার চৌধুরী লিটন,সাংগঠনিক সম্পাদক সিরাজুর রহমান,জুনেদ আহমদ,শংঙ্কর চন্দ্র দাস,কৃষি বিষযক সম্পাদক ও তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল,দোয়ারাবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইদ্রিছ আলী বীর প্রতিক,সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী আবুল কালাম,সাধারন সম্পাদক মোবারক হোসেন,দিরাই উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বাবু প্রদীপ রায়,তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল হোসেন খাঁ,সাধারন সম্পাদক অমল কান্তি কর,জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. আকমল হোসেন,সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু,জেলা আওয়ামীলীগের মানব সম্পদ বিষয়ক সম্পাদক সীতেশ তালুকদার মঞ্জু,শ্রম বিষয়ক সম্পাদক এড. আজাদুল ইসলাম রতন,বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর হোসেন চৌধুরী,ছাতক উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান,ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরী,শাল্লা উপজেলা চেয়ারম্যান আল আমীন চৌধুরী, জামালগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল আল আজাদ,জামালগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নবী হোসেন,বিশ^ম্ভরপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি বেনজির আহমেদ মানিক,শান্তিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আব্দুল হেকিম,সহ সভাপতি মাওলানা আব্দুল কাইয়ূম,মন্ত্রীর রাজনৈতিক সচিব মো. হাসনাত হোসাইন,ধর্মপাশা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শামীম আহমদ বিলকিস,বিশ^ম্ভরপুর উপজেলা চেয়ারম্যান মো. সফর উদ্দিন,সুলকাবাদ ইউপি চেয়ারম্যান নুরে আলম সিদ্দিকী তপন,জেলা পরিষদের সদস্য জহিরুল হক,মাহাতাবুল হাসান সমুজ, সদরের মহিলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া,ডাঃ আবুল কালাম চৌধুরী,জেলা আওয়ামীলীগের সদস্যা কবি ফেরদৌসী সিদ্দিকা,জেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান সেন্টু,সদস্য সবুজ কান্তি দাস,শান্তিগঞ্জের আব্দুল গনি ভান্ডারী,পশ্চিম বীরগাও ইউপি আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ জসিম উদ্দিন,পাথারিয়া ইউপি চেয়ারম্যান মো. শহীদুল ইসলাম ও শিমুলবাক ইউপি চেয়ারম্যান শাহীনুর রহমান শাহিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রতিনিধি সম্মেলনের প্রধান বক্তা প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, সুযোগ সন্ধানীরা নিত্যপণ্যের কৃত্তিম সংকট সৃষ্টি করেছে। এদের সম্পর্কে সাবধান থাকতে হবে। এই বাংলাদেশে শেখ হাসিনা মাতৃত্ব ভাতা, বিধবাভাতা, বয়স্কভাতা দিচ্ছেন। ত্রিশ লাখ মানুষকে পাকাঘর বানিয়ে দিয়ে বসবাসের সুযোগ করে দিয়েছেন। সরকারের এইসব অর্জনকে ম্লান করতে নিত্যপণের কৃত্রিম সংকট সৃষ্টি করে দাম বাড়ানো হয়েছে।
সভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, দেশ বিরোধী চক্র আমাদের নেত্রীর বিরুদ্ধে দেশে বিদেশে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। ষড়যন্ত্র প্রতিহত করতে হলে তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করতে হবে। ঢাকায় বসে নয়, জেলায় থেকে নেতাকর্মীদের সাথে নিয়ে সাংগঠনিক কাজ পরিচালনা করতে হবে। সকলের আমলনামা নেত্রীর কাছে যায়। আগামীতে আওয়ামীলীগের মনোনয়ন পেতে হলে দলের নেতাকর্মীদের প্রাধান্য দিতে হবে।
কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন আগামী ৮ মে মধ্যনগর উপজেলায়, ৯ মে ধর্মপাশায়, ১০ মে সুনামগঞ্জ সদর,১১ মে জগন্নাথপুর,১২মে শান্তিগঞ্জ,২৫ মে তাহিরপুর,২৬ মে ছাতক,২৭ মে দোয়ারাবাজার,২৮ মে দিরাই,২৯ মে শাল্লা ও ৩০ মে জামালগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সম্মেলনের তারিখ ঘোষণা করেন।
এবি//দৈনিক দেশতথ্য//মার্চ ১৩, ২০২২//