
সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে ৮ ভোটের ব্যবধানে মোটর সাইকেল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব নুরুল হুদা মুকুট ২য় বারের মতো বেসরকারীভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৬১২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামীলীগের সমর্থিত ড.খায়রুল কবির রুমেন পেয়েছেন ৬০৪ ভোট। বিগত জেলা পরিষদ নির্বাচনেও তিনি আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে জয়লাভ করেছিলেন। শান্তিপূর্ণ পরিবেশে আজ সোমবার (১৭ অক্টোবর) সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। সকাল নয়টা থেকে শুরু হওয়া ভোট দুপুর দুইটা পর্যন্ত বিরতিহীনভাবে চলছিল। কোথায়ও আইন শৃঙ্খলা পরিস্থিতির কোন অবনতি হয়নি।
জেলা নির্বাচন অফিস জানিয়েছে, জেলার মোট বারোটি ভোটকেন্দ্রে মোট ভোটার ছিলেন ১২২৯ জন। প্রতিটি কেন্দ্রে একজন প্রিজাইডিং অফিসার, ২ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ৪ জন পোলিং অফিসার দায়িত্ব পালন করেছেন।
নির্বাচনে চেয়ারম্যান পদে দুই জন প্রার্থী, সংরক্ষিত মহিলা সদস্য এবং সাধারণ সদস্য পদে ৪৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
প্রত্যেক ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছিল। ইভিএম মেশিনে ভোটগ্রহণ চলে। পুলিশের সদস্য ছাড়াও রাস্তায় টহল দিয়েছে বিজিবি। স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করেছে র্যাব। প্রত্যেক কেন্দ্রে একজন করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োজিত ছিলেন।
সুনামগঞ্জ সদর উপজেলার সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে প্রথম ভোটদানকারী ইউপি সদস্যা তানজিনা বেগম রোকশানা বলেন,ভোট দিতে পেরে ভালো লাগছে। ভোটের পরিবেশ অনেক সুন্দর ছিল।
বিজয়ী চেয়ারম্যান আলহাজ্ব নুরুল হুদা মুকুট বলেন,অবাধ ও সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছিলো। ঘামঝড়ানো ও শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে জনপ্রতিনিধিদের ভোটে দ্বিতীয়বার নির্বাচিত হয়ে আমি সর্বশক্তিমাণ আল্লাহতায়ালা ও সকল নির্বাচিত সম্মানিত ভোটারদের প্রতি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি।
সুনামগঞ্জ জেলা প্রশাসক এবং নির্বাচনের রিটার্নিং অফিসার মো.জাহাঙ্গীর হোসেন জানিয়েছেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পেরে আমরা নিজেকে গৌরবান্বিত মনে করছি।
এবি//দৈনিকদেশতথ্য//অক্টোবর ১৭,২০২২//