Print Date & Time : 11 May 2025 Sunday 12:25 pm

সুনামগঞ্জ প্রেসক্লাবের আনন্দ ভ্রমন সম্পন্ন

সুনামগঞ্জ প্রেসক্লাবের আনন্দভ্রমন  সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী ডলুরা শহীদ মিনার এলাকায় এই আনন্দ ভ্রমন অনুষ্টিত হয়। এরআগে সকালে প্রেসক্লাবের উকিলপাড়া কার্যালয় হতে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেরগুল আহমদের নেতৃত্বে আনন্দ ভ্রমণে রওনা হয়।
প্রীতি ফুটবল ম্যাচ প্রতিযোগিতার মধ্য দিয়ে আনন্দ ভ্রমনের প্রথম ধাপ শুরু হয়। দুপুরে মধ্যহ্নভোজের পর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টান ও প্রীতি ফুটবল ম্যাচের বিজয়ী ও রানার্স আপদের পুরস্কার বিতরণের মধ্য দিয়ে আনন্দ ভ্রমন সমাপ্ত ঘোষনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেরগুল আহমদ।
এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি বিজন সেন রায়, সিনিয়র সাংবাদিক ডেইলি আওয়ার টাইম পত্রিকার প্রতিনিধি আল হেলাল, দৈনিক সমাচার প্রতিনিধি মিজানুর রহমান, দৈনিক যায়যায় দিন প্রতিনিধি ঝুনু চৌধুরী, দৈনিক খবরপত্র প্রতিনিধি হোসাইন মাহমুদ শাহীন, দৈনিক সুনামগঞ্জের সময় সম্পাদক ও দীপ্ত টেলিভিশনের জেলা প্রতিনিধি সেলিম আহমদ তালুকদার, দৈনিক নয়াদিগন্ত প্রতিনিধি তৌহিদ চৌধুরী প্রদীপ,সময় টেলিভিশনের জেলা প্রতিনিধি হিমাদ্রি শেখর ভদ্র মিঠু, দৈনিক আজকালের খবর প্রতিনিধি আমিনুল হক, দৈনিক নবচেতনা প্রতিনিধি সিরাজুল ইসলাম শ্যামল, বৈশাখী টেলিভিশনের সুনামগঞ্জ প্রতিনিধি কর্ণদাস, দৈনিক খোলাকাগজ প্রতিনিধি শহীদনূর আহমদ, দৈনিক সোনালী খবর প্রতিনিধি ফরিদ মিয়া, দৈনিক জালালাবাদ প্রতিনিধি জসিম উদ্দিন, সাংবাদিক
আনোয়ার হোসেন,সাংবাদিক সামছুল কাদির মিসবা, সাংবাদিক সোলেমান কবীর, সাংবাদিক রুজেল আহমদ, সাংবাদিক জাহাঙ্গীর হোসেন ও সাংবাদিক বাবুল মিয়া প্রমুখ।

সাংস্কৃতিক অনুষ্ঠানে বিটিভি ও বেতার শিল্পী শেরগুল আহমেদ, সাংবাদিক বাউল আল-হেলাল,মাছুম হেলাল ও শহীদনূর আহমদ বাউল সঙ্গীত পরিবেশন করেন।

এবি//দৈনিক দেশতথ্য//১ মার্চ, ২০২২//