Print Date & Time : 7 July 2025 Monday 8:17 am

সুনামগঞ্জ-৩ আসনে নৌকার মাঝি হলেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর- শান্তিগঞ্জ) আসনে অবশেষে নৌকার মাঝি হলেন পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এমএ মান্নান এমপি।

জাতীয় সংসদের ভিআইপি এ আসন প্রবাসী অধ্যুষিত সুনামগঞ্জের জগন্নাথপুর- শান্তিগঞ্জ নিয়ে গঠিত সুনামগঞ্জ-৩। টানা তিন বারের সংসদ সদস্য পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ৪র্থ বারের মতো আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান।

জানাগেছে, আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে আজ রোববার (২৬ নভেম্বর) বিকেলে মতবিনিময় সভা করে আওয়ামী লীগ থেকে সুনামগঞ্জ- ৩ আসনে পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান এমপিকে নৌকার মাঝি হিসেবে চুড়ান্ত মনোনয়ন ঘোষনা করা হয়।

দৈনিক দেশতথ্য//এইচ//