Print Date & Time : 29 July 2025 Tuesday 12:45 am

সুনামগঞ্জ- ৩ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ৬ প্রার্থী

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে মোট ৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

তাদের মধ্যে ৫জন দলীয় প্রতীকে আর একজন স্বতন্ত্রপ্রার্থী। সংসদ নির্বাচনে সহকারী রিটার্নিং অফিসার জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাজেদুল ইসলামের কাছে তারা মনোনয়নপত্র জমা দেন।
এবার সংসদ নির্বাচনে সুনামগঞ্জ- ৩ আসনে অংশ নিতে মনোনয়নপত্র যারা জমা দিয়েছেন তারা হলেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এমএ মান্নান এমপি, তৃনমূল বিএনপির প্রার্থী সাবেক এমপি এডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী যুক্তরাজ্য জাপার যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব তৌফিক আলী মিনার, বাংলাদেশ জাতীয় পার্টির মনোনীত বাংলাদেশ পিপলস পার্টির মহাসচিব জাতীয় ঐক্যফ্রন্টের কাঁঠাল প্রতীকে সাংবাদিক তালুকদার মকবুল হোসেন, জাকের পাটির প্রার্থী নজরুল ইসলাম ও স্বতন্ত্র প্রার্থী মাহফুজুর রহমান খালেদ। জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় প্রার্থীদের দলীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন

দৈনিক দেশতথ্য//এইচ//