Print Date & Time : 3 July 2025 Thursday 11:08 pm

সুন্দরগঞ্জে ধর্ষক গ্রেপ্তার

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় এক শিশু প্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগে জয়নাল আবেদীন সর্দার লাল মিয়াকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

ধর্ষণের বিষয়ে প্রাথমিকভাবে সত্যতা পাওয়ায় সোমবার অভিযান চালিয়ে তার নিজ বাড়ি হতে আসামিকে গ্রেপ্তার করে। লাল মিয়া উপজেলার পশ্চিম সোনারায় গ্রামের জহির উদ্দিন সর্দারের ছেলে। সে একজন অবসরপ্রাপ্ত উপ-সচিব পদ মর্যাদার কমকর্তা।
জানা গেছে, বাক প্রতিবন্ধীর বাড়ি সংলগ্ন লাল মিয়ার একটি মৎস্য খামার রয়েছে। খামারের বসবাস করার সুবাদে লাল মিয়া ওই প্রতিবন্ধীর বাড়িতে যাওয়া আসা করত। এরই এক পর্যায়ে লাল মিয়া প্রতিবন্ধীর একটি ভাতার কার্ড করে। সেই কারণে লাল মিয়ার খামারে আসা যাওয়া করত প্রতিবন্ধী শিশুটি। এই সুযোগকে কাজে লাগিয়ে লাল মিয়া তাকে ধর্ষণ করত। এক পর্যায় সে অন্তসত্ত্বা হয়ে পড়ে। গত ৭ আগষ্ট প্রতিবন্ধীর মেডিকেল পরীক্ষা করে দেখা যায় সে ২১ সপ্তাহ ৪দিনের অন্তসত্ত্বা। প্রতিবন্ধী ওই শিশুর নিকট হতে তথ্য নিয়ে তার পিতা বাদী হয়ে ধর্ষণ মামলা করে।
সোনারায় ইউপি চেয়ারম্যান সৈয়দ বদিরুল আহসান সেলিম জানান, বিষয়টি নিয়ে এলাকায় হৈ চৈ পড়েছে। পুলিশ প্রাথমিক সত্যতা পেয়েছে। সে কারণে আসামিকে গ্রেপ্তার করেছে।
প্রতিবন্ধী শিশুর পিতা জানান, তিনি একজন দিনমজুর, দিন আনেন দিন খান। তার কেউ নেই । তিনি এর সুষ্ঠু বিচার চান।
মামলা তদন্তকারি কর্মকর্তা এসআই আরিফুল ইসলাম জানান, প্রাথমিক তদন্তের ভিত্তিত্বে জানা গেছে, লাল মিয়া এ ঘটনার সাথে জড়িত । সে কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এখন ডিএনএ টেষ্ট করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। তদন্ত অব্যাহত রয়েছে। আসামিকে রিমান্ডে নেয়ার আবেদন করা হবে।

দৈনিক দেশতথ্য//এল//