হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ প্রধানমন্ত্রীর উপহার হিসেবে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ফের ৫১০ জন গৃহহীনদের মাঝে ঘর ও জমি হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ আল মারুফের সভাপতিত্বে ঘর হস্তান্তর উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, পৌর মেয়র আব্দুর রশিদ রেজা সরকার ডাবলু, সহকারি কমিশনার ভুমি মাহমুদ আল হাসান, উপজেলা প্রকৌশলী শামসুল আরেফিন খান, উপজেলা কৃষি অফিসার রাশিদুল কবির, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওয়ালিফ মন্ডল, বীর মুক্তিযোদ্ধা এমদাদুল হক বাবলু, সিরাজুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম, উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক এ মান্নান আকন্দ প্রমূখ।
জানা গেছে, উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভার জন্য এ পর্যন্ত ১ হাজার ১৯২টি ঘরের বরাদ্দ রয়েছে। এর মধ্যে ৬৮২টি ঘর ইতিমধ্যে হস্তান্তর করা হয়েছে। নির্মাণ ব্যয় ছিল ১ লাখ ৭৫ হাজার হতে ১ লাখ ৯০ হাজার টাকা এবং ২ লাখ ৩৩ হাজার হতে ২ লাখ ৫৯ হাজার টাকা। বৃহস্পতিবার ৪র্থ ধাপে ফের ৫১০টি ঘর ও জমি হস্তান্তর করা হয়।
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post