Print Date & Time : 9 July 2025 Wednesday 9:56 pm

সুন্দরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনজল গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে আব্দুর রহিম মিয়া (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে। রহিম ওই গ্রামের আনারুল ইসলামের ছেলে। জানা গেছে, রহিম সুপারি পারার জন্য নিজের গাছে উঠলে সুপারির গাছ হেলে বিদ্যুৎতের তারের সাথে লেগে বিদ্যুৎ স্পৃষ্টে তার মৃত্যু হয়।
দহবন্দ ইউপি চেয়ারম্যান রেজাউল আলম রেজা ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সুপারি পারতে গিয়ে বিদ্যুৎতের তারে জড়িয়ে তার মৃত্যু হয়।
ওসি সরকার ইফতেখারুল মোকাদ্দেম জানান এনিয়ে থানায় ইউডি মামলা হয়েছে।

দৈনিক দেশতথ্য//এল//