গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শান্তিরাম ইউনিয়নের মোল্লাপাড়া জামে মসজিদের ছাদ ঢালাইয়ের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২ জুলাই) সকালে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আশরাফুল আলম সরকার লেবু ছাদ ঢালাইয় কাজের উদ্বোধন করেন।
ছাদ ঢালাই উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা মসজিদ কমিটির সভাপতি আবুল কাশেম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন শান্তিরাম ইউপি চেয়ারম্যান এবিএম মিজানুর রহমান খোকন, সাবেক ইউপি চেয়ারম্যান ছামিউল ইসলাম, বেলকা মজিদপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক আব্দুল মান্নান আকন্দ, শান্তিরাম ইউনিয়ন আওয়ামীলীগ সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান, শিক্ষক আব্দুল মাজেদ মিয়া, জাহেদুল ইসলাম প্রমূখ।
স্থানীয় সুধীজন এবং জনপ্রতিনিধিদের সহায়তায় মসজিদের নির্মাণ কাজ চলছে। ৩ হাজার বর্গফিট বিশিষ্ট মসজিদটি নির্মাণে ব্যয় হবে ৩০ লাখ টাকা। মসজিদ কমিটি সকলের সহায়তা কামনা করেছে।
পরে দোয়া পরিচালনা করেন সাবেক ইউপি চেয়ারম্যান ছামিউল ইসলাম।
আর//দৈনিক দেশতথ্য//২ জুলাই-২০২২//

Discussion about this post