Print Date & Time : 5 July 2025 Saturday 1:52 am

সুন্দরগঞ্জে মৎস্য সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ আল মারুফের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মৎস্য অফিসার তারিকুল ইসলাম সাবু’র সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারি কমিশনার ভুমি মাহমুদ আল হাসান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জাফর আহম্মেদ লস্কর, পল্লী উন্নয়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপ-সহকারি জনস্বাস্থ্য প্রকৌশলী খোন রানা, উপজেলা প্রেসক্লাব সভাপতি শাহজান মিঞা, মশিউর রহমান প্রমূখ। পরে বিভিন্ন ক্যাটাগরিতে তিন জন মৎস্য চাষিকে পুরস্কার প্রদান করা হয়। এর আগে একটি র‌্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

দৈনিক দেশতথ্য//এল//