Print Date & Time : 5 July 2025 Saturday 3:46 am

সুন্দরগঞ্জে সাংবাদিকের ভাইয়ের ইন্তেকাল

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জে সাংবাদিকের ভাই সাবেক সেনা সদস্য আব্দুর রাজ্জাক আকন্দ (৬০) ইন্তেকাল করেছেন।(ইন্নালিল্লাহি………………….. রাজিউন)।

সে কালিতলা গ্রামের মৃত দারাজ উদ্দিন আকন্দের ছেলে এবং উপজেলা প্রেসক্লাব’র সাধারণ সম্পাদক দৈনিক সমকাল ও দৈনিক মাধুকর পত্রিকার উপজেলা প্রতিনিধি এ মান্নান আকন্দের বড় ভাই।  

শনিবার (২৩ জুলাই) সকালে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও দুই কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।

তার জানাযা নামাযে উপস্থিত ছিলেন শান্তিরাম ইউপি চেয়ারম্যান এবিএম মিজানুর রহমান খোকন, উপজেলা প্রেসক্লাব সভাপতি শাহজাহান মিঞাসহ বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক, সাংবাদিক, সুধীজন, ব্যবসায়ী, রাজনৈতিক, সামাজিক ব্যক্তিবর্গ। সকলে তাঁর মৃত্যুতে গভীরভাবে শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছে।

আর//দৈনিক দেশতথ্য//২৩ জুলাই-২০২২//