Print Date & Time : 10 May 2025 Saturday 4:15 pm

সুন্দরবনে প্রজনন মৌসুমে কাঁকড়া ধরায় তিন জেলে আটক

মনিরুজ্জামান জুলেট, শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধিঃ

নিষেধাজ্ঞা উপেক্ষা করে সুন্দরবনের নদী ও খালে কাঁকড়া আহরণের অভিযোগে তিন জেলেকে আটক করা হয়েছে। সুন্দরবনের কোবাদক স্টেশনের বনরক্ষীরা বিশেষ অভিযান চালিয়ে প্রজনন মৌসুমে কাঁকড়া ধরার অপরাধে তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের নিকট থেকে ১টি নৌকা, হরিণ ধরার ফাঁদ ও কাঁকড়া জব্দ করে।

জানা গেছে, বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে কোবাদক স্টেশন কর্মকর্তা মোঃ মোবারক হোসেনের নেতৃত্বে আড়পাঙ্গাশিয়া নদীতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটক তিন জেলে হলেন- শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ৯নং সোরা গ্রামের জহুরুল হক সরদার (৫০), আঃ রহমান সরদার (২৬) ও নুর আলম গাজী (৩০)।

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এমকেএম ইকবাল হুসাইন চৌধুরী বলেন, এ ব্যাপারে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক জেলেদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

এবি//দৈনিক দেশতথ্য//ফেব্রুয়ারী ১৫,২০২৪//