Print Date & Time : 12 May 2025 Monday 12:13 am

সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল নিহত

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের নোটাবেকির খেজুরদানা খাল এলাকায় বাঘের আক্রমণে কাওছার আলী গাইন (২৮) নামে এক মৌয়াল নিহত হয়েছে।

শনিবার (২১ মে) দুপুরে এ ঘটনাটি ঘটে। তবে সর্বশেষ এখন পর্যন্ত তার সঙ্গীরা তার লাশ উদ্ধার করতে পারেনি। নিহত মৌয়াল কাওছার আলী সাতক্ষীরার শ্যামনগর উপজেলার খলিশাবুনিয়া গাবুরা গ্রামের মৃত আব্দুর রাজ্জাক গাইনের ছেলে।

স্থানীয় গাবুরা ইউপি চেয়ারম্যান মাসুদুল আলম জানান, বন বিভাগ থেকে বৈধ পাস নিয়ে কাওছার অন্যান্যদের সাথে সুন্দরবনে মধু সংগ্রহে যায়। ঘটনার দিন শনিবার দুপুরে তারা সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের নটাবেকির খেজুরদান খাল

সংলগ্ন এলাকায় মধু আহরণ করছিলেন। এসময় অঅকষ্মিক একটি বাঘ কাওছারের উপর

হামলা করে তাকে ধরে নিয়ে বনের গহীনে চলে যায়। ঘটনার পর থেকে তার সঙ্গীরা বনের বিভিন্নস্থানে ব্যাপক খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তার মরদেহ উদ্ধার করতে পারেনি।

তিনি আরো জানান, নিহতের মরদেহ উদ্ধারে বুড়িগোয়ালিনী এলাকার শরীফ ডাক্তার

নেতৃত্বে ২৫ জনের একটি দল আজ রোববার সকাল সাড়ে ৯ টার দিকে সুন্দরবনের নটাবেকি এলাকায় রওনা দিয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তাকে খুঁজে পায়নি তারা।

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এম এ হাসান জানান, এঘটনায়

এখনো আনুষ্ঠানিকভাবে তাকে কেউ জানায়নি। তবে বিষয়টি খতিয়ে দেখছেন বলেও

জানান তিনি।

আর//দৈনিক দেশতথ্য//২২ মে-২০২২