শেখ দীন মাহমুদ,খুলনা প্রতিনিধি: খুলনার কয়রায় নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরবনে বিষ প্রয়োগে শিকারকৃত মাছসহ এক জেলেকে আটক করেছে । সে উপজেলার দক্ষিণ বেদকাশী ইউনিয়নের বীণাপানি গ্রামের বাসিন্দা।
মঙ্গলবার (২৮ জুন) দুপুরে আটক হাসানুজ্জামানকে মামলা দায়ের পূর্বক আদালতে সোপর্দ করেছে বনবিভাগ।
এর আগে সোমবার (২৭ জুন) রাতে সুন্দরবন পশ্চিম বন বিভাগের খুলনা রেঞ্জের বজবজা এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৭০ কেজি চিংড়ি মাছ ৩ বোতল বিষ, একটি নৌকা, মাছ ধরার ২টি ভেসাল জাল জব্দ করা হয়।
দৈনিক দেশতথ্য//এল//