শেখ দীন মাহমুদ, খুলনা প্রতিনিধি: সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকারের অভিযোগে ৮ জেলেকে আটক করেছে বন বিভাগ
মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকালে সুন্দরবনের হারবাড়িয়া ভেরীর খাল এলাকা থেকে বিষসহ তাদের আটক করেছে।
এসময় তাদের কাছ থেকে ৩টি কাঠের নৌকা, ৪টি জাল ও ২টি বড় বোতল ভর্তি ভারতীয় কিটনাশক জব্দ করা হয়েছে। বন আইনে মামলা দায়ের শেষে মঙ্গলবার দুপুরেই তাদেরকে বাগেরহাট আদালতের মাধ্যমে জেলা হাজতে প্রেরণ করা হবে বলেও সাংবাদিকদের জানিয়েছেন বন বিভাগ।
আটকৃতরা হলেন আবু বকর মল্লিক (৫৮), কেরামত আলী (৫৫), মাহফুজ মল্লিক (২৫), টুটুল (২২), জাকির শেখ (২২), আবু বকর ছিদ্দিক (২১), সোহেল হাওলাদার (২০) ও আদম আলী (২০)। এদের মধ্যে মোঃ আদম আলীর বাড়ী বাগেরহাট সদরে আর বাকিরা রামপাল উপজেলার বিভিন্ন এলাকার বলে নিশ্চিত করেছেন রেঞ্জ কর্মকর্তা। সুন্দরবন থেকে আটকের সময় তাদের কাছ থেকে ৩টি কাঠের নৌকা, ৪টি ছোট ফাশের নিষিদ্ধ জাল, দুইটি বড় বোতলে ভারতীয় কিটনাষক ও কয়েক কেজি মাছ জব্দ করা হয়েছে।
পুর্ব সুন্দরবনের চাদঁপাই রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বিষসহ ৮ জন জেলেকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে নৌকা, জাল, বিষ ও অন্যান্য মালামাল উদ্ধার করা হয়েছে। তবে যারা সুন্দরবনে পাশ পারমিট নিয়ে জেলে সেজে মাছ ধরার জন্য বনে বিষ দিচ্ছে তারা প্রকৃত জেলে নয়। তারা মুলত দস্যু। এদের কারণেই সুন্দরবনের শুধু মাছ নয়, সরকারের মুল্যবান বনজ ও মৎস্য সম্পদ ধ্বংশ হচ্ছে। এদের নির্মুল করতে না পারলে এক সময় সুন্দরবন থেকে মাছের ভান্ডার নষ্ট হবে। প্রচলিত বন্য আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলেও এ রেঞ্জ কর্মকর্তা নিশ্চিত করেছেন।
আর//দৈনিক দেশতথ্য//১৩ সেপ্টেম্বর-২০২২

Discussion about this post