Print Date & Time : 10 May 2025 Saturday 11:38 pm

সুন্দরবনে ৪ শ’ কেজি চিংড়িসহ নৌকা জব্দ

শেখ দীন মাহমুদ,খুলনা প্রতিনিধি: সুন্দরবনে খুলনা রেঞ্জের অধিনস্থ কাশিয়াবাদ ফাঁড়ির বিশেষ অভিযানে বিষ প্রয়োগে ধারণকৃত ৪০০ কেজি চিংড়ি মাছসহ ৩টি নৌকা উদ্ধার করেছে।

শুক্রবার গভীর রাতে কাশিয়বাদ স্টেশন কর্মকর্তা মোঃ আখতারুজ্জামানের নেতৃত্বে অভিযান পরিচালনা করে কুলুখালীর ভারানী এলাকা থেকে ২’শ ৭০ কেজি বিষ প্রয়োগে ধারণকৃত চিংড়ি মাছসহ ১ টি নৌকা আটক করে।

এর পর খুলনাগামী যাত্রিবাহী লঞ্চে অভিযান পরিচালনা করে ৬০কেজি অপদ্রব্য পুশকৃত চিংড়ি মাছ আটক করে।

অপরদিকে বজবজ বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ তানজিলুর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালনা করে একই রাতে ১২ টার দিকে খড়কুড়ি নদী থেকে হরিণ ধরার ফাঁদসহ ১ টি নৌকা আটক করে। এ সময় বন বিভাগের অভিযানের ব্যাপারে আঁচ করতে পেরে চোরা শিকারীরা পালিয়ে যায়।

অপরদিকে ২ জুন রাত ১ টার দিকে খাশিটানা বন টহল ফাড়ির ভারপ্রাপ্ত
কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে ছেড়ারমুখে অভিযান পরিচালনা করে ১ টি নৌকাসহ ৮৫ কেজি চিংড়ি মাছ আটক করা হয়। আটককৃত চিংড়ি মাছ কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নির্দেশক্রমে মাটিতে পুতে বিনষ্ট করা হয়েছ।

খুলনা রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসিএফ) এজেডএম হাছানুর রহমান জানান, এ সংক্রান্ত বন সংরক্ষণ আইনে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া সুন্দরবনের জীববৈচিত্র ও সকল সম্পদ রক্ষায় নিয়মিত বন বিভাগের অভিযান অব্যাহত রয়েছে বলেও দাবি করেন এ কর্মকর্তা।

দৈনিক দেশতথ্য//এল//