Print Date & Time : 22 April 2025 Tuesday 8:16 pm

সুন্দরবন থেকে অর্ধগলিত বাঘের মরদেহ উদ্ধার

শেখ দীন মাহমুদ,খুলনা প্রতিনিধি:
সুন্দরবন থেকে একটি বাঘের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে বনবিভাগ। রবিবার
(১২ ফেব্রুয়ারি) বিকালে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কলাগাছির
মুরালীখাল এলাকা থেকে বাঘের মরদেহটি উদ্ধার করে লোকালয়ে আনেন বন বিভাগের সদস্যরা।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন অফিসার নূর আলম বলেন, ধারণা করা হচ্ছে মাস খানেক আগে বাঘটির মৃত্যু হয়েছে। বাঘের মরদেহ উদ্ধারের ঘটনায় শ্যামনগর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। পরবর্তী পদক্ষেপ গ্রহণ শেষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী বুড়িগোয়ালিনী স্টেশন
অফিস সংলগ্ন এলাকায় মরদেহটি মাটি চাপা দেওয়া হবে।

দৈনিক দেশতথ্য//এসএইচ//