নিজস্ব প্রতিবেদক: সুন্দর সমাজ গড়তে ইসলামিক দলের ঐক্যের কোন বিকল্প নাই বলে জানিয়েছেন বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারী।
তিনি বলেন, সুন্দর সমাজ, শান্তি, সুশাসন ও ক্ষমতার ভারসাম্য বজায় রাখার জন্য দেশে সকল ইসলামিক দলের ঐক্যের কোন বিকল্প নাই বলে জানিয়েছেন বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারী।
মঙ্গলবার রাতে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাহিরমাদী রাহমানিয়া দরবার শরিফে আয়োজিত তরিকত সম্মেলনে প্রধান অথিতির বক্তব্যে তিনি এসব বলেন।
তিনি আরও বলেন, বিগত দিনে আমাদেরও ভুল হয়েছে৷ তাই প্রয়োজনে আলোচনা করে, সকল ভুল বুঝাবুঝির অবসান ঘটিয়ে, কোরআন সুন্নাহর ভিত্তিতে ঐক্য করতে হবে। তরিকত ফেডারেশন দিনে দিনে আরও শক্তিশালী হচ্ছে এবং আগের মতো সামনেও ও রাজনীতিতে বড় ভূমিকা পালন করবে আজকের এই বিশাল জনসভা তার একটি ছোট উদাহরণ।
তিনি আরও বলেন, তরীকত ফেডারেশন ইসলামিক ঐক্য জন্য কাজ করে যাচ্ছে, এইটাই সময়ের দাবি।
তরিকত সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ তরিকত ফেডারেশন রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও রাহমানিয়া দরবারের প্রতিষ্ঠাতা হাফেজ মৌলানা মোখলেসুর রহমান বাঙালি।
আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ তরিকত ফেডারেশনের মুখপাত্র ও যুগ্ম মহাসচিব মোহাম্মদ আলী ফারুকী, বাঘা পৌরসভার মেয়র আক্কাস আলী, তরিকত ফেডারেশন কুষ্টিয়া জেলা কমিটির সভাপতি আমিরুল ইসলাম বাবলু, কুষ্টিয়া সরকারি কলেজের প্রভাষক শাহরিয়ার হোসেন সাজু সহ এলাকার মুক্তিযোদ্ধা ও আলেম-উলামা বৃন্দ।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ২৮ ফেব্রুয়ারী ২০২৪

Discussion about this post