সোহাগ মাহমুদ খান, কুষ্টিয়া: মামলার আধিক্য হ্রাস ও মামলা নিস্পত্তিতে দীর্ঘসূত্রিতা পরিহারের লক্ষ্যে বাংলাদেশের প্রধান বিচারপতি কর্তৃক গঠিত অধস্তন আদালত মনিটরিং কমিটি কুষ্টিয়ার আদালত পরিদর্শন করেছেন।
কুষ্টিয়া আদালত সূত্রে জানাগেছে, খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত মাননীয় বিচারপতি জনাব মোঃ জাহাঙ্গীর হোসেন গত ২০শে মার্চ ও ২১শে মার্চ কুষ্টিয়া জেলার আদালতসমূহ পরিদর্শন করেন।
এসময় তিনি কুষ্টিয়া জেলার বিচারকদের সাথে ৫(পাঁচ) বছর ও ১০(দশ) বছরের পুরাতন মামলা সমূহ দ্রুত নিস্পত্তির ক্ষেত্রে প্রতিবন্ধকতা চিহ্নিত করা, পুরাতন মামলা নিস্পত্তিতে করণীয় ও বিচারপ্রার্থীদের কার্যকর বিচারিক সেবা প্রদানে নানান দিক-নির্দেশনা প্রদান করেন।
সেসময় তিনি কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ, বারের সিনিয়র আইনজীবী, প্রসিকিউশন ও সরকারী কৌঁসুলিদের সাথে মতবিনিময় করেন।
এছাড়াও তিনি কুষ্টিয়ার ডেপুটি কমিশনার, পুলিশ সুপার ও জেলার বিচার বিভাগীয় কর্মকর্তাদের নিয়ে সাক্ষী উপস্থাপন ও আনুষঙ্গিক বিষয়ে সমন্বিতভাবে কাজ করার জন্য দিক নির্দেশনা প্রদান করেন।
দৈনিক দেশতথ্য//এল//