মোঃ মহির উদ্দীন, স্টাফ রিপোর্টার: “প্রচেষ্টা সেচ্ছাসেবী সংগঠণের” পক্ষ থেকে রমজান উপলক্ষে দৌলতপুরেরসুবিধা বঞ্চিত মানুষের মাঝে কিছু ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মো: খোকন ইসলাম, প্রধান উপদেস্টা : মো: হাবিবুর রহমান (হাবিব), সহ উপদেস্টা, মো: নাজমুল ইসলাম সাংগঠনিক কমিটি :সভাপতি :মুহাম্মদ ইসারুল হক। সহ সভাপতি : রুবেল আহমেদ সাধারণ সম্পাদক : রাকিবোল ইসলাম সহ সাধারণ সম্পাদক : রাসেল আহমেদ সুমুন আহমেদ প্রাচারসম্পাদক সাহারিয়ার হসাইন বিদ্যুৎ হিসাব রক্ষক রাজিব আহমেদ ,বাদসা আলমগীর ,ক্যাসিয়ার, সাইফুর রহমান ( বাহাদুর) সংগঠনিক সম্পাদক নাহিদ হাসান (পাভেল)
সহ সম্পাদক :মুসফিক আহমেদ এবং নিম্ন লিখোতো সম্মানিত সদস্যা গণ এই সংগঠন এর সাথে সম্পিক্ত:
মো :আজমুল, সিপুন আহমেদ, মামুন আহমেদ, অয়্যওন ইসলাম, হাসান খান, ছোটন ইসলাম,তানজিদ আহমেদ মুসতাক, নাইম আহমেদ, রাকিব ইসলাম,হাসিবুল ইসলাম, রনি, ছোটন শেখ, জুয়েল রানা এছাড়া অনেকেই।উল্লেখ্য, ‘প্রচেষ্টা’ একটি নিরপেক্ষ অরাজনৈতিক মূলক সংগঠন।
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post