মো.আলাউদ্দীন, হাটহাজারী: হাটহাজারীর ৩নং মির্জাপুর ইউপির এনায়েতুল গনি সুমন (৩৬) কে প্রতিপক্ষের হামলার ঘটনায় জড়িত তিন আসামিকে আটক করেছে পুলিশ।
সোমবার (১২ জুন) রাতে হাটহাজারী মডেল থানা পুলিশ ওই তিন আসামিকে আটকের সত্যতা নিশ্চিত করেন। এর আগে সোমবার সন্ধ্যার দিকে উল্লেখিত এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে মডেল থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার ৩নং মির্জাপুর ইউপি ৫ নং ওয়ার্ডের কালা বাদশা পাড়ার মৃত ডাঃ সামশুল আলমের পুত্র আব্দুল সালাম মাষ্টার (৪৫), একই এলাকার মৃত লতু মিস্ত্রীর পুত্র মোঃ ইকবাল (৩৪), মৃত লতু মিস্ত্রীর পুত্র মোমেন এলাহী প্রকাশ কালুর স্ত্রী শিবলী আকতার (৩২)।
জানা যায়,গত রবিবার রাতে সুমন নিজ বাড়িতে ফেরার সময় পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষ তার উপর হামলা চালায়। হামলায় তার দুই হাত ও মাথার বাম পাশে মারাত্মকভাবে রক্তাক্ত জখম হয়। আহত সুমন বর্তমানে চমেক হাসপাতালের চিকিৎসাধীন ।
এ ঘটনায় সোমবার ভিকটিমের বড় ভাই আতাউল গনি রিটন বাদী হয়ে মডেল থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং-১৯। মামলা দায়েরের পর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.রুহুল আমিন সবুজের নির্দেশে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করেন।
হাটহাজারী মডেল থানার ওসি মো.রুহুল আমীন সবুজ হামলার ঘটনায় জড়িত তিন জনকে আটকের বিষয়টি গনমাধ্যমকে নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, আহত সুমনের সাথে দীর্ঘদিন ধরে জমিজমাসহ বিভিন্ন বিষয় নিয়ে একই এলাকার শেখ আহম্মদ ডাক্তারের বাড়ির মৃত লতু মিস্ত্রির ছেলেদের সাথে পারিবারিক দ্বন্দ্ব চলছিল। দ্বন্দ্বের সূত্র ধরে ২০২১ সালের ১৭ ডিসেম্বর সুমন মৃত লতু মিস্ত্রির ছেলে হোসেন এলাহী প্রকাশ বাচাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে। এছাড়া মোমেন এলাহী প্রকাশ কালু নামে আরেকজনকক কুপিয়ে গুরুতর আহত করে। পরে এ ঘটনায় র্যাবের হাতে আটক হয়ে এক বছর জেল খেটে জামিনে বের হয়ে আসে সুমন।
দৈনিক দেশতথ্য//এসএইচ//