সিলেট অফিস:
সিলেট নগরে সুরমা নদীর তীর থেকে অজ্ঞাত যুবকের (২৩) লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ বুধবার (১৭ জানুয়ারি) সকাল ৯টার দিকে নগরের মেন্দিবাগ এলাকায় নদীর তীর থেকে লাশটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দিন।
তিনি বলেন, সকালের দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। এটা খুনের ঘটনা না কি অন্যকিছু তা লাশের সুরতহাল প্রতিবেদন দেখে জানা যাবে।
লাশটি ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে বলে জানান তিনি।
দৈনিক দেশতথ্য//এইচ//