নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়ার মিরপুর পৌরসভার প্রাণকেন্দ্রে অবস্থিত সুলতানপুর সিদ্দিকীয়া ফাযিল মাদরাসার শিক্ষক সামসুল হকের অবসর জনিত বিদায়, দাখিল পরিক্ষার্থীদের বিদায় ও ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের বরণ এবং কৃতি খেলোয়াড় জুবায়ের হোসেনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
গতকাল সোমবার সকালে মাদরাসার হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মাদরাসা গভর্নিং বডির সভাপতি আলহাজ্ব মহাম্মদ আলী জোয়ার্দ্দারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কাশেম জোয়ার্দ্দার।
এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবদীন, মাদরাসার গভর্নিং বডির বিদ্যুৎসাহী সদস্য প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমন। শুভেচ্ছা বক্তব্য রাখেন মাদরাসার অধ্যক্ষ আ ন ম ফজলুর রহমান।
মাদরাসার ইংরেজি বিভাগের প্রভাষক আলম আলী ও এবতেদায়ী মৌলভী আব্দুল্লাহ আল মামুনের যৌথ পরিচালনায় এসময়ে মাদরাসার উপাধ্যক্ষ মাও আব্দুল ওয়াহাব, আরবি বিভাগের সহকারী অধ্যাপক নাসির উদ্দীন, প্রভাষক আব্দুল মালেক, প্রভাষক আব্দুল জবাব, পৌরনীতি বিভাগের প্রভাষক নার্গিস আখতার, বাংলা বিভাগের প্রভাষক শেফালী খাতুন, সিনিয়র শিক্ষক রফিকুল ইসলাম, ইদ্রিস আলী, সাইদুল ইসলাম, আজিজুল হক, সহকারী শিক্ষক মওলা বক্স, হাসানুজ্জামান রাসেল, শিরিনা খাতুন, আব্দুল কুদ্দুস, সহ গ্রন্থাগারীক সফর গণি, এবতেদায়ী শাখার প্রধান নেছার উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। পরে দাখিল পরিক্ষার্থীদের জন্য দোয়া মোনাজাত করা হয়।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ১২ ফেব্রুয়ারি ২০২৪

Discussion about this post