Print Date & Time : 2 July 2025 Wednesday 5:37 pm

সুলতানপুর মাদ্রাসায় দাখিল পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

কুষ্টিয়ার মিরপুর পৌরসভার প্রাণ কেন্দ্রে অবস্থিত সুলতানপুর সিদ্দিকীয়া সিনিয়র মাদ্রাসায় দাখিল পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুন) সকালে মাদ্রাসার হলরুমে এ বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মাদ্রাসার অধ্যক্ষ আ ন ম ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাদ্রাসার গভর্ণিং বডির বিদ্যোৎসাহী মিরপুর প্রেসক্লাবের সহ-সভাপতি রাশেদুজ্জামান রিমন।

এতে বিশেষ অতিথি ছিলেন মাদ্রাসার উপাধ্যক্ষ মাওঃ আব্দুল ওয়াহাব, অভিভাবক প্রতিনিধি বেলাল হোসেন, শিক্ষক প্রতিনিধি সহকারী অধ্যাপক নাসির উদ্দিন, প্রভাষক শেফালী পারভীন, সিনিয়র শিক্ষক ইদ্রিস আলী, এবতেদায়ী  শিক্ষক সামসুল হক।

মাদ্রাসার ইংরেজি বিভাগের প্রভাষক আলম আলীর পরিচালনায় এ সময়ে আরবী বিভাগের প্রভাষক আব্দুল মালেক, রাষ্ট্র বিজ্ঞান বিভাগের প্রভাষক নার্গিস আখতার, সিনিয়র শিক্ষক রফিকুল ইসলাম, সাইদুল ইসলাম, আজিজুল হক, সহকারী শিক্ষক মওলা বক্স, হাসানুজ্জামান রাসেল, শিরিনা খাতুন, সাবরিনা আক্তার, সহকারী মৌলভী আব্দুল কুদ্দুস, এস এম শাহজালাল, সহকারী গ্রান্থাগারীক সফর গণি, এবতেদায়ী মৌলভী আব্দুল্লাহ-আল-মামুন, আব্দুর রাজ্জাক প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, ডিজিটাল বাংলাদেশ গঠন ও দেশের উন্নয়নকে ত্বরান্বিত করতে অধুনিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষার বিকল্প নেই। শিক্ষিত জাতি উন্নয়নের মূল চাবিকাঠি। শিক্ষিত জাতি ছাড়া উন্নয়ন সম্ভব নয়। আজকের শিক্ষার্থীরা আগামীতে দেশ পরিচালনা করবে, তাই তাদেরকে সৎ, যোগ্য ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলবে। আদর্শ  সমাজ গঠনে প্রচলিত শিক্ষার পাশাপাশি ছাত্র-ছাত্রীদেরকে ধর্মীয় মূল্যবোধও শিক্ষা দিতে হবে। 

পরে দাখিল পরিক্ষার্থীদের কল্যাণ কামনা করে এক বিশেষ দোয়া মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন মাদ্রাসার আরবী  বিভাগের প্রভাষক মাওঃ আব্দুল জব্বার।

আর//দৈনিক দেশতথ্য//৯ জুন-২০২২//