Print Date & Time : 6 July 2025 Sunday 3:58 am

সুলতান সালাউদ্দিন টুকুকে যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্বাচিত করায় মির্জাপুরে যুবদলের আনন্দ মিছিল


মীর আনোয়ার হোসেন টুটুল, মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
টাঙ্গাইলের কৃতি সন্তান সুলতান সালাউদ্দিন টুকুকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্বাচিত করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে আজ শনিবার (২৮ মে) বিকেলে টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা যুবদলের উদ্যোগে আনন্দ মিছিল হয়েছে। টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য জননেতা ফিরোজ হায়দার খানের নের্তৃত্বে আনন্দ মিছিলটি গোড়াই শিল্পাঞ্চল থেকে বের হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও মির্জাপুর উপজেলা শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিন করে। আনন্দ মিছিল শেষে কলেজ রোডের প্রেস ক্লাব চত্তরে সমাবেশে বক্তব্য রাখেন, জননেতা ফিরোজ হায়দার খান, কোব্বত আলী মৃধা ও সেতু হায়দার খান প্রমুখ।