নিজস্ব প্রতিবেদক
দৈনিক আজকের দেশবাসী পত্রিকার নির্বাহী সম্পাদক খান আহমেদ শুভ বলেছেন সৃজনশীল ও বস্তুনিষ্ট সাংবাদিকতা অন্ধকার থেকে সমাজকে আলোর পথ দেখায়। তিনি বলেন দায়িত্বশীল সাংবাদিকতা দেশ ও সমাজকে অনেক এগিয়ে নিয়ে যেতে পারে। সকল সাংবাদিককে দায়িত্বশীলতার পরিচয় দিয়ে বস্তুনিষ্ট সাংবাদিকতা করতে হবে। তিনি আরও বলেন, অসির চেয়ে মশি অনেক বড় ও শক্তিশালী। মির্জাপুরের সার্বিক উন্নয়নে সকলকে সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয় করেন।
তিনি গতকাল শনিবার টাঙ্গাইলের মির্জাপুর রিপোর্টার্স ইউনিটিতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন। মির্জাপুর রিপোর্টার্স ইউনিটি গতকাল শনিবার (১ জানুয়ারি) রাতে এ মতবিনিময় সভার আয়োজন করে। মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন দৈনিক আজকের দেশবাসী পত্রিকার নির্বাহী সম্পাদক খান আহমেদ শুভ। খান আহমেদ শুভ টাঙ্গাইল জেলা চেম্বার অব কমান্ড এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি, এফবিসিসিআইএর পরিচালক, টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের কার্যাকরী সদস্য এবং আগামী ১৬ জানুয়ারি নির্বাচনে টাঙ্গাইল-৭ মির্জাপুর সংসদীয় শুন্য আসনের বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত এমপি প্রার্থী।
মির্জাপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনক ইত্তেফাক এবং মোহনা টেলিভিশনের মির্জাপুর প্রতিনিধি মীর আনোয়ার হোসেন টুটুলের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক ও এশিয়ান টিভির মির্জাপুর প্রতিনিধি মো. নাজমুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ ওয়াহিদ ইকবাল, উপজেলা পরিষদের সাবেক বাইস চেয়ারম্যান মো. মোজাহিদ;ুল ইসলাম মনির, মির্জাপুর সরকারি করেজের সাবেক অধ্যক্ষ মো. সালাউদ্দিন আহমেদ বাবর, মির্জাপুর পৌরসভার সাবেক মেয়র এ্যাডভোকেট মো. মোশারফ হোমেন মনি এবং অনুষ্ঠানের প্রধান অতিথি খান আহমেদ শুভ। মতবিনিময় সভায় সকল সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। একজন সাংবাদিক হিসেবে দৈনিক আজকের দেশবাসী পত্রিকার নির্বাহী সম্পাদক খান আহমেদ শুভ প্রথম বারের মত টাঙ্গাইল-৭ মির্জাপুর নির্বাচনী এলাকায় আওয়ামীলীগ মনোনীত এমপি প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়ায় এবং টাঙ্গাইল জেলা চেম্বার অব কমার্স এন্ড এন্ডাস্ট্রিজ এর সভাপতি নির্বাচিত হওয়ায় মির্জাপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে তাকে ক্রেস্ট প্রদান করা হয়।

Print Date & Time : 5 July 2025 Saturday 12:11 pm