এপেক্স ক্লাব অব কুষ্টিয়ার উদ্যোগে হৃদয়বানদের সহায়তায় সেই বৃদ্ধার স্বপ্নের ঘর নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল রবিবার সকালে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার সদকী ইউনিয়নের তারাপুর গ্রামে বিধবা রেজিয়ার বসতঘর নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।
গত বেশকিছু দিন ধরেই গণমাধ্যমে “ধানক্ষেতে পাটখড়ির টং ঘরে বিধবা ও তার প্রতিবন্ধী ছেলের বসবাস”, সহ বিভিন্ন শিরনামে সংবাদ প্রকাশিত হয়। তীব্র শীতের মধ্যে এই পরিবারের মানবেতর জীবন-যাপন করার কথা শুনে কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা তৎক্ষণাৎ ১০ হাজার টাকা প্রদান করেন এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। সরকারি সহযোগিতা পাওয়ার বিষয়টি সময়সাপেক্ষ হওয়ায় এই পরিবারের পাশে দাঁড়ান এপেক্স ক্লাব অব কুষ্টিয়া। এই ক্লাবের পক্ষ থেকে সমাজের হৃদয়বান মানুষদেরকে সহযোগিতার হাত বাড়ানোর জন্য অনুরোধ করা হয়। সেই প্রেক্ষিতে বেশকিছু হৃদয়বান মানুষ ও এপেক্স ক্লাব অব কুষ্টিয়ার যৌথ সহযোগিতায় এই বৃদ্ধা রেজিয়ার স্বপ্নের বসতঘর নির্মাণ কাজ শুরু হয়েছে। এই পরিবারের স্বপ্নের বসতঘর নির্মাণকাজ সম্পন্ন করতে যেকোনো হৃদয়বান ব্যাক্তির সহযোগিতা বিনয়ের সাথে গ্রহণ করা হবে।
এসময় উপস্থিত ছিলেন, এপেক্স ক্লাব অব কুষ্টিয়ার প্রেসিডেন্ট এপে. আইপিপি এন্ড এক্সপ্যানশন ডিরেক্টর এপে. নূরুন্নবী বাবু, সেক্রেটারি এন্ড ডিনার ডিরেক্টর এপে. শাহারিয়া ইমন রুবেল, কাঙাল হরিনাথ প্রেসক্লাবের সভাপতি কে এম আর শাহীন, সাধারণ সম্পাদক লিপু খন্দকার, ট্রেজারার আব্দুস সালাম, সার্ভিস ডিরেক্টর রাসেল পারভেজ, মেম্বার এন্ড এ্যাটেনডেন্স ডিরেক্টর মিরাজুল ইসলাম, ফেলোশিপ এন্ড পাবলিক রিলেশন মেম্বার খন্দকার সোহেল টানু, সমাজ সেবক আকাশ আহমেদ প্রমূখ।
খালিদ সাইফুল / দৈনিক দেশতথ্য / ১ জানুয়ারি ২০২৩

Discussion about this post