Print Date & Time : 10 May 2025 Saturday 7:27 pm

সেনাবাহিনীর ভুয়া ক্যাপ্টেন আটক

রুম্মান দেওয়ান, সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি ।।বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাপ্টেন পরিচয়ে এক প্রতারককে আটক করেছে র‌্যাব-১১।

বুধবার সকালে আদমজীনগরের একটি আভিযানিক দল ফেনী জেলার পরশুরাম মডেল থানাধীন মোহাম্মদপুর এলাকায় অভিযান পরিচালনা করে প্রতারক  মো. ইউসুফ হোসেন ওরফে রায়হানকে (২১) আটক করে।

এ সময় তার হেফাজত হতে বাংলাদেশ সেনাবাহিনীর পোশাক ১ সেট, সেনাবাহিনীর পিঠে ঝোলানো কম্ব্যাট ব্যাগ ১টি, পুলিশ বুট ১টি, বাংলাদেশ সেনাবাহিনীর ফিল্ড ক্যাপ ১টি, সেনাবাহিনীর মাস্ক ২টি, রায়হান লেখা সেনাবাহিনীর নেমপ্লেট ৩টি, সেনাবাহিনীর ক্যাপ্টেন পদমর্যাদার ফিল্ড রেঙ্ক ব্যাচ ১ জোড়া, সেনাবাহিনীর প্যারা ইনসিগনিয়া ও উইং ১ সেট, সদর দপ্তর ১৭ পদাতিক ডিভিশন এর ডিভ সাইন ১টি, আইডি কার্ড হোল্ডার ১টি, বাংলাদেশ নৌবাহিনীর ভুয়া নিয়োগপত্র ১টি উদ্ধার করা হয়। রায়হান ফেনী জেলার পরশুরাম থানাধীন মোহাম্মদপুর এলাকার মো. বাচ্চু মিয়ার ছেলে। বৃহস্পতিবার সকালে আদমজীনগর র‌্যাব-১১ এর প্রধান কার্যালয় থেকে মিডিয়া কর্মকর্তা ও সহকারী পরিচালক মো. রিজওয়ান সাঈদ জিকু এ তথ্য জানান।
তিনি জানান, মো. ইউসুফ হোসেন ওরফে রায়হান দীর্ঘদিন যাবৎ নিজেকে বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাপ্টেন পরিচয় দিয়ে সহজ-সরল মেয়েদের সাথে অবৈধ সম্পর্ক স্থাপন করে আসছিল। এছাড়াও সে নিজ এলাকায় নিজেকে বাংলাদেশ নৌবাহিনীর অফিসার হিসেবে পরিচয়  প্রদান করত এবং র‌্যাবের গোয়েন্দা সেলে তার বদলি হয়েছে বলে অপপ্রচার চালাতো। সে স্বীকার করে যে, নিরীহ ও গরীব লোকজন এবং বিভিন্ন ব্যবসায়ীদের নিকট থেকে প্রতারণার মাধ্যমে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নেওয়ার পরিকল্পনা করেছিল। তার বিরুদ্ধে ইতিপূর্বেও একই ধরনের কর্মকান্ডের জন্য ৩ মে র‌্যাব-৪ কর্তৃক দারুস সালাম থানা, ডিএমপিতে ১ টি নিয়মিত মামলা করা হয়েছিল। এরূপ প্রতারককে আইনের আওতায় আনার লক্ষ্যে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে।
তার বিরুদ্ধে ফেনী জেলার পরশুরাম থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

আর//দৈনিক দেশতথ্য//১ সেপ্টেম্বর-২০২২