Print Date & Time : 23 July 2025 Wednesday 3:46 am

সেনেগালে সড়ক দুর্ঘটনায় ৪০ জন নিহতের ঘটনায় শোক

স্টাফ রিপোর্টার:

সেনেগালে পথদুর্ঘটনায় ৪০ জন নিহত হওয়ায় গভীর শোক ও সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে সেভ দ্য রোড।
১০ জানুয়ারি সকাল ১০ টায় প্রেরিত শোক বিবৃতিতে চেয়ারম্যান জেড এম কামরুল আনাম, মহাসচিব শান্তা ফারজানা, প্রতিষ্ঠাতা ও সিনিয়র ভাইস চেয়ারম্যান মোমিন মেহেদী, ভাইস চেয়ারম্যান বিকাশ রায়, আইয়ুব রানা, জিয়াউর রহমান জিয়া, সাংগঠনিক সম্পাদক মহিদুল মল্লিক উল্লেখ করেন, বাসের ধাক্কা দিলে ৪০ জন নিহত হয়। ভয়াবহ এ দুর্ঘটনার কারণে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন করছে সেনেগাল।

রবিবার সেনেগালের মধ্যাঞ্চলীয় কাফ্রিন শহরে একটি বাসের চাকা ফুটো হয়ে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার অন্য প্রান্তে গিয়ে বিপরীত দিক থেকে আসা আরেকটি বাসে প্রচণ্ড গতিতে ধাক্কা মারে৷ এতে দুই বাসের কমপক্ষে ৪০ জন মারা যান, আহত হন অন্তত ৭৮ জন। আহতদের অনেকের অবস্থাই আশঙ্কাজনক। এদিকে দুর্ঘটনার পর সারা দেশে তিন দিন শোক পালনের ঘোষণা দেন রাষ্ট্রপতি ম্যাকি স্যাল।

দৈনিক দেশতথ্য//এসএইচ//