Print Date & Time : 23 April 2025 Wednesday 11:52 am

সেফটি ট্যাংক পরিস্কার নেমে শ্রমিকের মৃত্যু

শেখ সুদীপ্ত শাহীন, লালমনিরহাট : জেলার পাটগ্রাম উপজেলায় সেফটি ট্যাংক পরিস্কার করতে গিয়ে খাইরুল ইসলাম (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এসময় ওই ঘটনায় শ্রমিক আহত হয়েছে।
গতকাল শনিবার (১৫ এপ্রিল) রাতে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের বুড়িরবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। মৃত খায়রুল ইসলাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের অহিদুল ইসলাম ইসলামের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, জনৈক জুলপি মিয়ার বাড়ির সেফটি ট্যাংক পরিস্কারের ক’জন শ্রমিক কাজ করতে আসে। সেফটি ট্যাংকে খাইরুল ইসলাম নামেন তার উঠতে বিলম্বর হওয়ায় আরেক শ্রমিক এরশাদ হোসেন নেমে পড়েন। দুই জনের কোন সাড়া শব্দ না পেয়ে অন্য শ্রমিকরা বিষয়টি বুঝতে পেরে সেফটি ট্যাংক পানি দিয়ে ভর্তি করে দুই জনকে উদ্ধার করে।
উদ্ধারকৃতদের উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নিয়ে যায়। সেখানে শ্রমিক খাইরুল ইসলাম কে মৃত ঘোষনা করে। অন্য শ্রমিক এরশাদ হোসেন কে গুরুতর অসুস্থ অবস্থায় রংপুর মেডিকেলে রেফার করে।
চিকিৎসা করা জানান, সেফটি ট্যাংকি অক্সিজেনের অভাবে ছিল। তাই সেখানে শ্রমিকরা নেমে জ্ঞান হারিয়ে ফেলে ছিল। অক্সিজেনের অভাবে একজন শ্রমিক মারা যায়।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ওমর ফারুক ঘটনাটি স্বীকার করে বলেন, খবর পেয়ে তাৎক্সণিক পুলিশ পাঠানো হয়। মৃত খায়রুল ইসলামের পরিবারের পক্ষ কোনো অভিযোগ পাওয়া যায়নি। এ ব্যাপারে ইউডি মামলা হয়েছে।

দৈনিক দেশতথ্য//এসএইচ//