Print Date & Time : 22 April 2025 Tuesday 7:41 pm

সেমিনারে যোগ দিতে বেইজিং গেলেন নাদের চৌধুরী ও এমরান

প্রেসবিজ্ঞপ্তি | ২.৬.২৪:

চীনের কমিউনিস্ট পার্টি আয়োজিত ‘ওয়ার্ল্ড পলিটিকাল পার্টি থিংক ট্যাক কো-অপারেশন ম্যাকানিজম’ এর সেমিনারে যোগ দিতে জাসদনেতা নাদের চৌধুরী ও ওয়ার্কার্স পার্টির নেতা এনামুল হক এমরান বেইজিংয়ের উদ্দেশ্যে যাত্রা করেছেন

চীনের কমিউনিস্ট পার্টি-সিপিসি’র আন্তজার্তিক বিভাগ(আইডিসিপিসি) আয়োজিত ‘ওয়ার্ল্ড পলিটিকাল পার্টি থিংক ট্যাংক ম্যাকানিজম’ এর বেশ কয়েকটি সেমিনারে যোগদান করতে জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও চলচ্চিত্র পরিচালক ও নির্মাতা নাদের চৌধুরী এবং ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য এনামুল হক এমুরান ২ জুন ২০২৪ রবিবার দুপুর ২-৫৫টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চায়না সাউদার্ন এয়ারলাইন্সযোগে বেইজিং যাত্রা করেছেন।
চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগ আয়োজিত এই সেমিনারে এশিয়া, আমেরিকা, ইউরোপ ও আফ্রিকার ১৯ দেশের ২২টি কমিউনিস্ট, সোশ্যালিস্ট, ওয়ার্কার্স ও বামপন্থী পার্টির প্রতিনিধিদল অংশগ্রহণ করবেন।

৩ জুন থেকে ১৫ জুন পর্যন্ত ১২ দিনে চীনের রাজধানী বেইজিংসহ কয়েকটি প্রদেশে এসকল সেমিনার অনুষ্ঠিত হবে।

সেমিনারগুলির বাইরে চীন সফরকারী নেতৃবৃন্দ চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের দায়িত্বপ্রাপ্ত ভাইস মিনিস্টারসহ উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দের সাথে বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করা এবং চলমান বিশ্ব রাজনৈতিক পরিস্থিতিতে বিশ্বের রাজনৈতিক দলগুলির পারস্পরিক আদান প্রদানের মধ্য নতুন নতুন বিশ্ব রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ও বিশ্ববিক্ষা গড়ে তোলার প্রক্রিয়া নিয়ে আলোচনা করবেন এবং চীনের কমিউনিস্ট পার্টির বিভিন্ন প্রাদেশিক কমিটি, স্থানীয় কমিটির নেতৃবৃন্দের সাথে চীনের সমাজতান্ত্রিক আধুনিকায়নের বাস্তব পরিস্থিতি নিয়ে মতবিনিময় করবেন। চীন সফর শেষে তারা আগামী ১৫ জুন রাতে ঢাকায় ফিরবেন।

এবি//দৈনিক দেশতথ্য //জুন ০২,২০২৪//