কুষ্টিয়া প্রতিনিধি: বস্তুনিষ্ঠ সাহসিকতায় সাংবাদিকতা করে দৈনিক আমার সংবাদের মান মর্যদা বৃদ্ধি করায় ৫ বারের সেরা সাংবাদিক হিসেবে পুরষ্কার পেয়েছেন কুষ্টিয়া জেলা প্রতিনিধি নজরুল ইসলাম মুকুল। দৈনিক আমার সংবাদ পত্রিকার জেলা প্রতিনিধি সম্মেলনে এই পুরস্কার ঘোষনা করা হয়। অনুষ্ঠানে পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান সেরা সাংবাদিকতার পুরস্কার হিসেবে ক্রেস্ট তুলে দেন নজরুল ইসলাম মুকুলের হাতে। এ সময় পত্রিকার প্রকাশক ও সম্পাদক হাশেম রেজাসহ পত্রিকার কর্মকর্তা, কর্মচারী ও সারা দেশ থেকে আসা সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন। এ সময় ডিআইজি হাবিবুর রহমান দৈনিক আমার সংবাদের নতুন ইংরাজি দৈনিক দি ডেইলী পোষ্ট পত্রিকার মোড়ক উম্মোচন করেন এবং কেক কেটে শুভ উদ্ধোধন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ডিআইজি হাবিবুর রহমান বলেন, সাংবাদিকরা সমাজের দর্পন। সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে সকারের উন্নয়নমুলক কর্মকান্ড এগিয়ে নিয়ে যাচ্ছে। বর্তমান শেখ হাসিনার সরকার সাংবাদিক বান্ধব সরকার। এই সরকার সব সময় সাংবাদিকদের কল্যানে কাজ করে যাচ্ছেন। আমি আশা করবো সাংবাদিকরা সব সময় ন্যায়ের পথে থাকবেন। কোন মিথ্যা সংবাদ পরিবেশন করে সরকারকে বিভ্রান্তের মধ্যে ফেলবেন না। তিনি বলেন, প্রতিদিন আমার দপ্তরে যত পত্রিকা আসে তার মধ্যে দৈনিক আমার সংবাদ পত্রিকা সবার উপরে থাকে। আমি প্রতিদিন আমার সংবাদ পত্রিকা আগে পড়ি এবং পরে অন্যান্য পত্রিকা দেখি। ডিআইজি হাবিবুর রহমান বলেন, কুষ্টিয়া থেকে নজরুল ইসলাম মুকুল তার সংবাদ পরিবেশন করে আজ সেরা সাংবাদিকতায় পুরস্কারে ভুষিত হয়েছেন, তেমনি আপনার আগামীতে সেরা সাংবাদিকতায় পুরস্কার লাভ করবেন। আজ এখান থেকে আপনারাও স্ব স্ব জেলায় ফিরে গিয়ে দক্ষতার সাথে সংবাদ পরিবেশন করে আগামীতে সেরা সাংবাদিকতার পুরস্কার নিবেন বলে আশা করি।
দৈনিক আমার সংবাদের প্রকাশক ও সম্পাদক হাশেম রেজা বলেন, আমরা প্রতিটা জেলার সাংবাদিকদের কার্যক্রম, প্রতিবেদন কমিটি গঠন করে বিচার বিশ্লেসন করে যাচাইবাছায় করে সেরা প্রতিবেদক নির্বাচিত করেছি। উপস্থিত সাংবাদিকদের মধ্যে থেকে আগামীতে আরো ভালো রির্পোট করে সেরা সাংবাদিকতায় পুরষ্কার লাভ করবেন বলে আমি আশা করি।

Discussion about this post