Print Date & Time : 11 May 2025 Sunday 4:21 am

সেরা স্বেচ্ছাসেবী যুব সংগঠনের পুরস্কার পেলো স্বপ্ন প্রয়াস যুব সংস্থা

সেরা স্বেচ্ছাসেবী যুব সংগঠনের পুরস্কার পেলো স্বপ্ন প্রয়াস যুব সংস্থা
কুষ্টিয়া প্রতিনিধি: একশন এইড বাংলাদেশ এর সহযোগিতায় আলো স্বেচ্ছাসেবী পল্লী উন্নয়ন সংস্থা কর্তৃক এক্টিভিস্তা কুষ্টিয়ার ১১টি যুব সংগঠনের মধ্যে নির্বাচিত ৩টি সেরা স্বেচ্ছাসেবী যুব সংগঠনের তালিকায় ১ম স্থান অধিকার করার কৃতিত্ব অর্জন করেন স্বপ্ন প্রয়াস যুব সংস্থা। শনিবার বিকেলে কুষ্টিয়ার মিরপুর আলো সংস্থার স্থায়ী কার্যলয়ে এ সম্মাননা প্রদান করা হয়। আলো সংস্থার নিবাহী পরিচালক ফিরোজ আহাম্মেদ স্বপ্ন প্রয়াস যুব সংস্থা’র সভাপতি সাদিক হাসান রহিদের হাতে এই সম্মাননা তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন আলোর প্রকল্প সমন্বয়কারী মাহফুজুর রহমান, প্রকল্প কর্মকর্তা ফারুক হোসেন, সদস্য তানজিল, এক্টিভিস্তা কুষ্টিয়া সদস্য ফরিদুল, পলাশ,শাহিন,রাজু।
জামাল, ৩০ এপ্রিল,২০২২