কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়ার কুমারখালীতে সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় নদীতে পরে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেল ৫ টার দিকে কয়া রেলওয়ে ব্রিজের উপর থেকে এই ঘটনা ঘটে। খুলনা থেকে ডুবুরি দল কয়েক ঘণ্টা চেষ্টার পর রাত ১০ টার দিকে গড়াই নদী থেকে নিহত ওই স্কুল ছাত্রের লাশ উদ্ধার করে।
নিহত ছামি হোসেন (১৪) কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউনিয়নের এলঙ্গীপাড়া গ্রামের হারুনের ছেলে এবং স্থানীয় এমএন হাই স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র ছিলো। নিহত ছামির চাচা আরিফুল জানান, বিকেলে কয়া রেলওয়ে ব্রিজের উপর চার বন্ধু একই এলাকার মোহাম্মদ আলীর ছেলে তুহিন (১৪) রিপন শেখের ছেলে বাধন (১৩) ও আলমগীর হোসেনের ছেলে রাজ্জাক (১৫) মোবাইলে সেলফি তোলার সময় হঠাৎ করেই ট্রেন চলে আসে। এ সময় ছামি ট্রেনের ধাক্কায় গড়াই নদীতে পড়ে যায়।
কুমারখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইন্সপেক্টর বখতিয়ার উদ্দিন জানান, ছেলেটি নদীর যে স্থানে পরে যায় সেখানে পানি গভীর হবার কারণে লাশ উদ্ধার করতে সময় লেগেছে ।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান তালুকদার জানান, রাত দশটার দিকে গড়াই নদী থেকে ওই স্কুল ছাত্রের লাশ উদ্ধার করেছে।
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post