Print Date & Time : 7 July 2025 Monday 9:05 am

সোনারগাঁয়ে ৪০০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

রুমন দেওয়ান, সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ থেকে ৪০০ বোতল ফেনসিডিলসহ মো. মাইন উদ্দিন (৩৩) নামের এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশান ব্যাটলিয়ন। এ সময় তার কাছ থেকে ফেনসিডিল বিক্রির নগদ টাকা ও ১টি প্রাইভেট কার জব্দ করা হয়।

শুক্রবার (২৭ মে) দুপুরে সিদ্ধিরগঞ্জের আদমজীতে অবস্থিত র‌্যাব-১১ এর প্রধান কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

শুক্রবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে তাকে আটক করা হয়। মো. মাইন উদ্দিন কুমিল্লার সদর দক্ষিণ থানার সুবর্ণপুর ব্যাপারি বাড়ি এলাকার সোলেমান মিয়ার ছেলে।

র‌্যাব -১১ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পরিচালক রিজওয়ান সাঈদ জিকু জানান, আটককৃত মো. মাইন উদ্দিন প্রাইভেটকার চালকের ছদ্মবেশ ধারণ করে অভিনব কায়দায় করে ফেনসিডিল পরিবহন আসছিলেন । তিনি আর্থিকভাবে লাভবান হতে দীর্ঘদিন ধরে ফেনসিডিল পরিবহন করে নারায়ণগঞ্জসহ আশপাশের এলাকায় সরবরাহ করে আসছিলেন।

দৈনিক দেশতথ্য//এল//