Print Date & Time : 13 September 2025 Saturday 7:27 pm

সোনার দাম ভরিতে কমলো ২৯১৬ টাকা

উইমেনআই২৪ ডেস্ক: সোনার দাম সর্বোচ্চ উঠার পাঁচ দিনের ব্যবধানে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

বৃহস্পতিবার (২৬ মে) বিকেলে বাজুসের বিজ্ঞপ্তির তথ্য মতে, সোনার দাম প্রতি ভরিতে দুই হাজার ৯১৬ টাকা কমানো হয়েছে। শুক্রবার (২৭ মে) থেকে নতুন দাম কার্যকর হবে।

নতুন দর অনুযায়ী, ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ৭৯ হাজার ৫৪৮ টাকা। ২১ ক্যারেটের ৭৫ হাজার ৯৩২ টাকা, ১৮ ক্যারেটের ৬৫ হাজার ৮৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম পড়বে ৫৪ হাজার ২৩৭ টাকা। তবে রূপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে।

এর আগে গত ২১ মে ভালো মানের সোনা ভরিতে চার হাজার ১৯৯ টাকা বাড়িয়ে ৮২ হাজার ৪৬৪ টাকায় বিক্রি হয়েছিল। যা দেশের ইতিহাসে স্বর্ণের সর্বোচ্চ দাম।

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম এবং যুক্তরাষ্ট্রের মুদ্রা ডলারসহ অন্যান্য মুদ্রার দাম কমায় দেশের বাজারে স্বর্ণের দাম কমানো হয়েছে বলে জানিয়েছেন বাজুস।

জা//দেশতথ্য/২৭-০৫-২০২২//০৩.৪১ পি এম