Print Date & Time : 11 May 2025 Sunday 3:30 am

সোনারগাঁয়ে বিদেশি মদ ও দুইটি গাড়িসহ দুইজন আটক


নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চট্টগ্রাম বন্দর থেকে ঢাকায় পাচারের উদ্দেশ্যে বিপুল পরিমাণ বিদেশি মদভর্তি কনটেইনারবাহি গাড়ি আটক করা হয়েছে। র‌্যাব শুক্রবার ভোররাতে ত্রিপরদি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে গাড়িসহ দুই জনকে আটক করে।

তথ্য মতে আইপি জালিয়াতি করে কুমিল্লা ও ঈশ্বরদী ইপিজেডের দুটি প্রতিষ্ঠানের নাম অপব্যবহার করে মেশিনারি ও ববিন ঘোষণায় চালান দুটি খালাস করা হয়। এ ঘটনায় দুই জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব- ১১ এর অধিনায়ক তানভির মাহমুদ পাশা। আটককৃতরা হল- সাইফুল ইসলাম (৩২), পিতা মৃত শেখ জয়নুল আবেদীন, গ্রাম নাগের হাট, উপজেলা লৌহজং, জেলা মুন্সিগঞ্জ ও মো. নাজমুল মোল্লা (২৩) পিতা মো. আক্কাস মোল্লা, গ্রাম ষোল ঘর,উপজেলা শ্রীনগর, জেলা মুন্সিগঞ্জ। এ ছাড়াও আরো আসামী পালাতক রয়েছে বলে তিনি জানান। শনিবার বিকাল ৫ টায় এ রিপোর্ট লেখা পযর্ন্ত কনটেনারে কি পরিমান মদ পাওয়া গেছে সে তথ্য জানা যায়নি।

চট্টগ্রাম কাস্টম হাউস সূত্রে জানা গেছে, মদ ভর্তি দুইটি কনটেইনার খালাস হবে চট্টগ্রাম বন্দর থেকে এমন গোপন সংবাদের ভিত্তিতে কমিশনার এবং জয়েন্ট কমিশনারের (জেটি) তত্ত্বাবধানে কাস্টম হাউস চট্টগ্রামের এআইআর টিম, আনস্টাফিং, স্ক্যানিং ও গেট ডিভিশনের সার্বিক প্রচেষ্টায় এবং র‌্যাব ও গোয়েন্দা সংস্থার সহায়তায় সারারাত কার্যক্রম শেষে চট্টগ্রাম বন্দর থেকে বের হয়ে যাওয়া চালান দুটি সম্বলিত গাড়ি সোনারগাঁও, নারায়ণগঞ্জে আটক করা হয়।

আইপি জালিয়াতি করে কুমিল্লা ও ঈশ্বরদী ইপিজেডের দুটি প্রতিষ্ঠানের নাম অপব্যবহার করে মেশিনারি ও ববিন ঘোষণায় চালান দুটি খালাস করা হয়।  দুইটি চালানের ইনভেন্ট্রি কার্যক্রম চলমান রয়েছে। উচ্চ শুল্কের পণ্য হওয়ায় বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকি হয়েছে এ দুটি চালানে।

চট্টগ্রাম কাস্টম হাউসের তথ্যমতে, কুমিল্লা ইপিজেডের হেশি টাইগার কোম্পানি লিমিটেডের নামে ২০ জুলাই টেক্সটার্ড ইয়ান ঘোষণায় চীন থেকে আসা ১৯ হাজার ৬৫০ কেজি ওজনের চালানটি খালাসের জন্য কাস্টম হাউসের প্লাসের জন্য কাস্টম হাউসে বিল অফ এন্ট্রি দাখিল করেছিল। একইদিন ঈশ্বরদী ইপিজেডের বিএইচকে টেক্সটাইল লিমিটেডের নামে চীন থেকে আসা রোভিং মেশিন ববিন ঘোষণায় ২০ হাজার ৭৫০ কেজি ওজনের চালানটি খালাসের জন্য বিল অফ এন্ট্রি দাখিল করেছিল। সিঅ্যান্ডএফ হিসেবে ছিল চট্টগ্রামের ডবলমুরিংয়ের ৬৯৯ কেবি দোভাষ লেনের জাফর আহমেদ। দুইটি চালানে তরল মদ পাওয়া গেছে। 

এবি//দৈনিক দেশতথ্য//জুলাই ২৩,২০২২//