গাংনী (মেহেরপুর) প্রতিনিধিঃ সৌদিআরবে সড়ক দুর্ঘটনায় কালাম আজাদ (৪০) নামের এক বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছে।
সে মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর ইউনিয়নের বেতবাড়ীয়া গ্রামের আলেক হোসেনের ছেলে।
নিহতের পরিবার সুত্রে যানা যায়, আজাদ শুক্রবার ছুটির দিন থাকায় জুম্মার নামাজের জন্য মসজিদে যাচ্ছিলেন। এমন সময় রাস্তা পার হওয়ার সময় বেপরোয়া গতিতে একটা প্রাইভেটকারের ধাক্কায় তার মৃত্যু হয়।
তার লাশ বর্তমানে সৌদি হাসপাতালে হিম ঘরে আছে। পরিবারের পক্ষ থেকে বাংলাদেশ দূতাবাসকে জানানো হয়েছে। সৌদি আইন অনুযায়ী লাশ দেশে পাঠানো হবে, তবে কিছুদিন সময় লাগবে।
সে এক সপ্তাহ আগে সহড়াতলা আকবার হোসেনের মেয়ের সাথে মোবাইলের মাধ্যমে করেন।
বর্তমানে তার পরিবারে চলছে শোকের মাতম।
আর//দৈনিক দেশতথ্য//২০২২