আন্তর্জাতিক ডেস্ক:
সৌদি আরবের নারীরা এখন থেকে সীমান্তরক্ষী বাহিনীতে যোগ দিতে পারবেন।
বৃহস্পতিবার (২৪ মার্চ) দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয় নারীদের সিমান্তরক্ষী বাহিনীতে রোগ দেওয়ার নিবন্ধন প্রক্রিয়া উন্মুক্ত করেছে। খবর আরব নিউজের।
মন্ত্রণালয়ের সাধারণ বিভাগ জানায়, বর্ডার গার্ড বা সীমান্তরক্ষীতে আবেদন শনিবার (২৬ মার্চ) থেকে শুরু হবে। যা চলবে বৃহস্পতিবার (৩১ মার্চ) পর্যন্ত।
জানা গেছে, ২০২১ সালের ফেব্রুয়ারিতে সৌদির প্রতিরক্ষামন্ত্রণালয় নারী-পুরুষ উভয়ের জন্য সশস্ত্র বাহিনীতে যোগ দেওয়ার সুযোগ তৈরি করে।
এর আগে নারীদের ট্রেন চালক হিসেবে নিয়োগ দেওয়ার প্রক্রিয়া শুরু করে সৌদি সরকার।
সূত্র : আরব নিউজ
দৈনিক দেশতথ্য//এল//