নিজস্ব প্রতিনিধি : কুষ্টিয়ায় শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেল সাড়ে চারটার সময় যুগীয়া বারখাদায় জুলাই অভ্যুত্থানের আহত নিহত শ্রমিকদের পুনর্বাসন করা, চিকিৎসা ক্ষতিপূরণ ও ন্যায্য মজুরি আদায়ের লক্ষ্যে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি ও শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের আহবায়ক মোখলেছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিনিধি সভায় বক্তব্য রাখেনমিজানুর রহমান রন্জু সাধারণ সম্পাদক জাতীয়বাদী শ্রমিক দল,শ্রমিক নেতা পলান বিশ্বাস, সাধারণ সম্পাদক ট্রেড ইউনিয়ন সংঘ কুষ্টিয়া, মীর নাজমুল ইসলাম শাহিন সাধারণ সম্পাদক সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট, রমজান আলী ভারপ্রাপ্ত সভাপতি হোটেল শ্রমিক ইউনিয়ন, রফিকুল ইসলাম সভাপতি রেনউইক এন্ড যঞ্জেগশ্বর শ্রমজীবী ইউনিয়ন, ওয়াহিদুজ্জামান যুগ্ম আহ্বায়ক বাংলা দেশ ট্রেড ইউনিয়ন সংঘ বটতৈল ইউনিয়ন শাখা,হিরাজুল ইসলাম, মিনুটু রহমান, তাঈজাল উদ্দিন,আবদুল কুদ্দুস, শামছুল ইসলাম,শহিদুল ইসলাম,মোবারক হোসেন জাতীয়তাবাদী শ্রমিক নেতা , ফারজানা ববি রুমা মহিলা সম্পাদিকা জাতীয়তাবাদী শ্রমিক দল কুষ্টিয়া প্রমূখ।
বক্তরা শ্রমিকদের দাবী আদায়ে ঐক্যবদ্ধ কর্মসূচি বাস্তবায়নে সরকারের দায়িত্ব পালন করতে আহবান জানান।