এসএম জামাল, কুষ্টিয়া : বাংলাদেশ স্কাউটস এলটি’র মোঃ শফিকুল আলম বাচ্চু বলেছেন, স্কাউটিং শুধুমাত্র একটি কার্যক্রম নয়, এটি নেতৃত্ব, নৈতিকতা ও দেশপ্রেমের একটি জীবন্ত প্রশিক্ষণ।
শনিবার সকালে কুষ্টিয়ার এডুকেয়ার আইডিয়াল স্কুল এন্ড কলেজে আয়োজিত অনুষ্ঠানে স্কাউটিং: নেতৃত্ব গঠনের শ্রেষ্ঠ পাঠশালা ও “নেতৃত্বের জন্য স্কাউটিং বিষয়ক” একটি গুরুত্বপূর্ণ ও অনুপ্রেরণাদায়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, কুষ্টিয়ার এডুকেয়ার আইডিয়াল স্কুল এন্ড কলেজ বরাবরের মতোই তার শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের নেতৃত্ব ও নৈতিকতা সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তাই আসুন, আমরা সবাই মিলে গড়ে তুলি একটি আদর্শ, নৈতিকতাসম্পন্ন ও নেতৃত্বদক্ষ প্রজন্ম।
আজকের এই সেমিনারে শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্বগুণ, শৃঙ্খলা ও আত্মনির্ভরশীলতা গঠনের ওপর গুরুত্ব আরোপ করা হয়।
এডুকেয়ার আইডিয়াল স্কুল এন্ড কলেজের সভাপতি মোঃ মোজাম্মেল হক রাসেলের সভাপতিত্বে এডুকেয়ার আইডিয়াল স্কুল এন্ড কলেজের স্কাউটিং কো-অর্ডিনেটর নিরঞ্জন কুমার নেতৃত্বে আজকের এই সেমিনার অনুষ্ঠিত হয়। এতে সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

Discussion about this post