রোমান আহমেদ, জামালপুর: জামালপুরের মেলান্দহে স্কুলছাত্রী আশা মণি আত্মহত্যার ঘটনায় অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে মানববন্ধন করেছে বালুআটা এম এ রশিদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
রবিবার (১৩ মার্চ) সকালে বালুআটা এম এ রশীদ উচ্চ বিদ্যালয়ে এক মানববন্ধন অনুষ্ঠিত।
মানববন্ধনে বক্তব্য রাখেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউসুফ আলী,
সহকারী প্রধান শিক্ষক খালিদ মুহাম্মদ সাইফুল্লাহ প্রমুখ।
বক্তারা তামিম আহমেদ স্বপনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। শাস্তি বাস্তবায়নের ক্ষেত্রে কোনো ধরনের গড়িমসি হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন তারা। সেই সঙ্গে বিভিন্ন বিদ্যালয়ের সামনে বখাটেদের উৎপাত রুখতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সকল শ্রেণিপেশার মানুষকে সোচ্চার হবার আহ্বান জানানো হয়।
উল্লেখ্য, বৃহস্পতিবার (১০ মার্চ) মালঞ্চ এমএ গফুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী আশামণিকে একটি বাড়িতে মুঠোফোনে ডেকে নিয়ে নির্যাতন করে স্বপন। পরে ওই দিন রাতেই গলায় উড়না পেচিয়ে আত্মহত্যা করেন আশামণি।
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post