কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার কামালপুর ( দ:) মাধ্যমিক বিদ্যালয়ের জমি দখল করে দোকান নির্মাণের অভিযোগ উঠেছে। জানাজায় কামালপুর মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক এ্যাডক কমিটির সভাপতি মো. হাফিজুর রহমানের নির্দেশে স্কুলের জমি দখল করে দোকান নির্মাণ করেন তার অনুসারী কামালপুর গ্রামের মৃত জান আলী মন্ডলের ছেলে শরীয়ত।
এবিষয়ে কামালপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মজিদ (দুদু) এর কাছে জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, দোকান ঘরটি যখন নির্মাণ করা হয় তখন হাফিজুর রহমান এ্যাডক কমিটির সভাপতি ছিলেন তার নির্দেশেই দোকান ঘরটি নির্মাণ করা হয়।
প্রধান শিক্ষক আরো জানান আমরা কাগজপত্র যাচাই-বাছাই করে দেখেছি শরীয়তের নামে কোন জমি না থাকলেও তখনকার সময় সভাপতির দায়িত্বে থাকা হাফিজুর রহমানের সহযোগিতায় দোকান ঘরটি করেন শরীয়ত।তবে বিদ্যালয়ের আশেপাশে দুই শতক জমি সাগরী নামের একজন মহিলার নামে আছে ,সেটা কোন সাইডে আমরা শিওর জানিনা।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির বর্তমান সভাপতি মো. শুভরাজ আলী মেম্বার জানান, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের বিদ্যালয়ে এত সুন্দর একটি বিল্ডিং উপহার দিয়েছেন তার সামনে দোকান ঘরটি নির্মাণের ফলে বিদ্যালয়ের সৌন্দর্য নষ্ট হয়েছে। আমি বিষয়টি ইতিমধ্যেই জেলা শিক্ষা কর্মকর্তাকে মৌখিকভাবে জানিয়েছি।
তিনি বিষয়টি গুরুত্ব সহকারে দেখবেন বলে আশ্বাস দেন। এবিষয়ে একাধিক শিক্ষার্থী ও অভিভাবকরা জানান দোকান ঘরটি বিদ্যালয়ের সৌন্দর্য নষ্ট করছে।তাই সেটি বিদ্যালয়ের সামনে থেকে অপসারণ করে বিদ্যালয়ের সৌন্দর্য ফিরিয়ে দেওয়া হোক, সেই সাথে যাদের ইন্ধনে স্কুলের জমি দখল করে দোকান ঘর করা হয়েছে তাদেরকেও আইনের আওতায় আনা হোক।
এবিষয়ে মূল অভিযুক্ত ঐ বিদ্যালয়ের এ্যাডক কমিটির সাবেক সভাপতি হাফিজুর রহমানের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য,৩১ মার্চ ২০২৩