Print Date & Time : 9 May 2025 Friday 7:13 pm

স্কুল ছাত্রীদের উত্ত্যক্ত, বখাটের কারাদণ্ড

জে .জাহেদ, চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের একটি বিদ্যালয়ের ছাত্রীদের উত্ত্যক্ত করার অভিযোগে কাজল শেখ নামের এক বখাটেকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২৮ মে) সকালে কর্ণফুলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পিযুষ কুমার চৌধুরী এ আদেশ দেন।

তথ্যমতে, দণ্ডপ্রাপ্ত কাজল শেখ নড়াইল জেলার লোহাগাড়া উপজেলার নোয়াপাড়া গ্রামের মিজানুর রহমানের ছেলে।

ম্যাজিস্ট্রেট পিযুষ কুমার চৌধুরী বলেন, বেশ কিছুদিন ধরে উপজেলার শিকলবাহা ইউনিয়নের মহিউদ্দিন উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের আসা-যাওয়ার পথে অভিযুক্ত কাজল শেখসহ কয়েকজন বখাটে উত্ত্যক্ত করত। রোববার সকালে স্কুলের কয়েকজন ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে তাকে আটক করে এ সাজা দেওয়া হয়।

দৈনিক দেশতথ্য//এইচ//