Print Date & Time : 5 July 2025 Saturday 6:01 pm

স্ত্রীর বিরুদ্ধে মামলা করলেন কাঞ্চন মল্লিক

স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করেছেন অভিনেতা-বিধায়ক কাঞ্চন মল্লিক। কাঞ্চনের অভিযোগ, স্ত্রী পিঙ্কি তাকে ছেলের সঙ্গে দেখা করতে দিচ্ছেন না।

বিচ্ছেদের মামলা চলছিলই। ছেলের সঙ্গে দেখা করার বিষয় নিয়ে নতুন করে পিঙ্কির বিরুদ্ধে মামলা করেছেন কাঞ্চন। আগামী ২৮ জুন তার শুনানি।

কাঞ্চন বলেন, দীর্ঘদিন ধরেই বিচ্ছেদের মামলা চলছে। আমি আদালতে খুব একটা যাই না। আজো যাইনি। আমার উকিল আমার হয়ে সব কথা বলেছেন। ছেলেকে দেখতে পাই না। তাই বাবা হিসেবে কর্তব্যপালনে আদালতের দ্বারস্থ হয়েছি।

পিঙ্কি জানালেন, এরই মধ্যে তারা দুজনেই বিবাহবিচ্ছেদ চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন। তিনি এও বলেন, ছেলেকে কাঞ্চনের সঙ্গে দেখা করতে দিচ্ছি না, বিষয়টি একেবারেই তেমন নয়। এর বেশি এই মুহূর্তে আমি কিছু বলতেও পারব না। যা বলার দু’পক্ষের উকিল বলবেন।

বলে রাখা ভালো, কৃষ্ণকলি-খ্যাত ছোট পর্দার অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন কাঞ্চন। গত বছর থেকে এসব খবর রাজনীতি থেকে টালিপাড়ার বিভিন্ন মহলে শোনা যাচ্ছে। – আনন্দবাজার পত্রিকা

জা//দেশতথ্য/০৯-০৬-২০২২//১২.২৯ পিএম