কুষ্টিয়ার দৌলতপুরে ছোটভাই ও তার শ্যালকদের লাঠির আঘাতে বড়ভাই চাঁদ আলী (৪৫) খুন হয়েছেন। শনিবার রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত চাঁদ আলী দৌলতপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের লালনগর গ্রামের ময়নাল প্রামনিকের ছেলে।
নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, লালনগর গ্রামে ক্ষেতে ছাগল যাওয়াকে কেন্দ্র করে চাঁদ আলীর সাথে তার ছোট ভাইয়ের বৌ হেমালী খাতুনের বাক বিতন্ডা হয়। এরই জের ধরে শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ছোটভাই সোহেল (৪২) ও তার শ্যালক রবিউল (৪০), জাহিদুল (৩৫) সহ ৪-৫জন সংগবদ্ধ হয়ে লাঠি দিয়ে বেধড়ক মারপিট করে বড়ভাই চাঁদ আলীকে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কুষ্টিয়া হাসপাতালে ভর্তি করা হলে শনিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় চাঁদ আলী (৪৫) মারা যান।
দৌলতপুর থানার ওসি (তদন্ত) মোস্তফা হাবিবুল্লাহ্ জানান, নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। হত্যাকান্ডের ঘটনায় নিহত চাঁদ আলীর স্ত্রী লিলুফা বাদী হয়ে ১০জনের নামে হত্যা মামলা দায়ের করেছেন যার নং ২৭।
এবি/দৈনিক দেশতথ্য//অক্টোবর ১৬.২০২২//

Discussion about this post