Print Date & Time : 31 August 2025 Sunday 12:59 pm

স্ত্রীসহ ডেসকোর সাবেক প্রকৌশলী জগদীশের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি

মুন্সী তরিকুল ইসলাম: ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব আজ সোমবার দুদকের আবেদন মঞ্জুর করে ডেসকোতে সাবেক নির্বাহী পরিচালক (প্রকৌশল) জগদীশ চন্দ্র মণ্ডল ও তার স্ত্রী সবিতা মণ্ডলের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন। আদালতের এই আদেশ অনুসারে, তারা এখন দেশ ত্যাগ করতে পারবেন না বলে নির্দেশ দেওয়া হয়েছে।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, দুদকের পক্ষ থেকে সংস্থার উপসহকারী পরিচালক মো. আল আমিন আদালতকে জানায় যে, জগদীশ চন্দ্র ও অন্যান্যদের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য, অবৈধভাবে শত কোটি টাকার সম্পদ অর্জন, অর্থপাচার ও নানা ধরনের দুর্নীতির অভিযোগে অনুসন্ধান চলমান রয়েছে। অনুসন্ধানের স্বার্থে এবং রাষ্ট্রের স্বার্থে এই প্রক্রিয়া অব্যাহত রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আদালত আবেদনে উল্লেখ করে, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। যদি তারা বিদেশে চলে যান, তবে অনুসন্ধান কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে, মানিলন্ডারিং ও দুর্নীতির অভিযোগের তদন্তের স্বার্থে তাদের বিদেশ যাত্রা রোধ করা জরুরি বলে জানানো হয়। এ কারণে, তাদের বিদেশে যাওয়ার পথ রোধ করতে এবং অনুসন্ধানের স্বার্থে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য আদালত এই নিষেধাজ্ঞা জারি করেছে।

উল্লেখ্য, জগদীশ চন্দ্র মণ্ডল ও তার স্ত্রী সবিতা মণ্ডল দুদকের তদন্তের স্বার্থে বিভিন্ন সময় বিভিন্ন অস্থানে থাকেন। এই নিষেধাজ্ঞার ফলে তাদের এখন আর দেশের বাইরে যাওয়ার কোনো সুযোগ থাকছে না। তদন্তে সহায়তা করতে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানানো হয়েছে।

অভিযোগের বিষয়ে বিস্তারিত অনুসন্ধান ও তদন্ত চলমান রয়েছে। দুদক এই বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রস্তুত রয়েছে। সরকারের তরফ থেকেও এই ধরনের দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে বলে জানা গেছে।